নয়াদিল্লি: উত্তরপ্রদেশের (Uttarpradesh) মিরাটে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে একদল যুবক মারধর করেছে। মুখে প্রস্রাব করেছে। রবিবার পুলিশ (Police) জানিয়েছে, হামলাটি ক্যামেরায় ধরা পড়ে এবং অনলাইনে (Online) শেয়ার করা হয়।
ভিডিওগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছে যে, একজন ব্যক্তি নির্জন জায়গায় একজন ছাত্রকে মারধর করছে। অন্য দুই সহযোগী ভিডিও রেকর্ড করছে। লাঞ্ছনা বন্ধ করার অনুরোধ করায় ওই ব্যক্তি বারবার ছাত্রের মাথায় ও পিঠে আঘাত করে। ভিডিওগুলি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এবং তিনজনকে গ্রেফতার করেছে। চার জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন, অভি শর্মা, আশিস মালিক, রাজন এবং মোহিত ঠাকুর। ১৩ নভেম্বর হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাদের তিনজনকে গ্রেফতার করে।
আরও পড়ুন: কর্মীরা মল্লিকার্জুন খাড়্গেকে সম্মান দেয় না, অভিযোগ বিজেপির
মেরাটের এসপি পীযূষ সিং বলেছেন, এক যুবককে আক্রমণ করা হয়েছিল এবং তার উপর প্রস্রাব করা হয়েছিল। তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি অভিযোগ নথিভুক্ত করেছি। আরও তদন্ত চলছে।নিহতের বাবা জানান, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় ওই ছাত্রকে অপহরণ করা হয়। এরপর তাকে কাছাকাছি একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে হামলা করা হয়।
ছাত্রটি ফিরে না আসায় তার পরিবার রাতভর তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকাল নাগাদ সে বাড়িতে পৌঁছে ঘটনা বর্ণনা করে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। তবে প্রাথমিকভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাবার। ১৬ নভেম্বর তারা আবার যান এবং ওই দিনই মামলা হয়। পরিবারের অভিযোগ, অপহরণের অভিযোগ এড়িয়ে হালকা ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দাঙ্গা, স্বেচ্ছায় আঘাত করা, শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান এবং অপরাধমূলক ভয় দেখানোর বিধানের অধীনে অভিযুক্ত করা হয়েছে।
আরও খবর দেখুন