ওয়েবডেস্ক: চীনের সংবাদসংস্থা শিনহুয়া-র (Chinese news agency Xinhua) প্রচার বন্ধ হল ভারতে (India)। চীনের কমিউনিস্ট পার্টির অনুমোদিত শিনহুয়া পাকিস্তানি প্রচার করছে। এই প্রচার ভারতে বন্ধ করতেই বন্ধ করা হল শিনহুয়া-কে। চীনা কমিউনিস্ট পার্টির নানা প্রচার fact check করে দেখেছে ভারত। এর পরেই শিনহুয়া-র প্রচার বন্ধের সিদ্ধান্ত।
অভিযোগ, ভারতের ‘অপারেশন সিঁন্দুর’ (Operation Sindur) নিয়ে অনেক ভুল তথ্য পরিবেশনের অভিযোগ উঠেছে চীনের সংবাদসংস্থা শিনহুয়ার বিরুদ্ধে। তার পরেই কড়া পদক্ষেপ নেয় ভারত। পাশাপাশি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে চীনা সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ (Chinese newspaper ‘Global Times) । তবে ভারত তুরস্কের সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’ (Turkish media outlet ‘TRT World’) এর এক্স হ্যান্ডেলেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ছন্দে ফিরছে উপত্যকা, খুলে গেল স্কুল কলেজ
মঙ্গলবার চীনের ভারতী দূতাবাস ‘গ্লোবাল টাইমস’ কে ‘অপারেশ সিঁন্দুর’ নিয়ে তথ্য প্রকাশে আগে খতিয়ে দেখার পরামর্শ দেয়। এক্স হ্যান্ডেলে পোস্টে চীনের ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বেশ কয়েকটি পাকিস্তানপন্থী এক্স হ্যান্ডেল ‘অপারেশন সিঁন্দুর’ নিয়ে ভিত্তিহীন তথ্য সামনে আনছে। সেই সব তথ্য যাচাই না করে সেটি সংবাদমাধ্যমের প্রকাশ করলে তা সাংবাদিকতার নীতি বিরোধী’। ,
জানা গেছে, ‘অপারেশন সিন্দুঁর ‘ অভিযানে বহাওয়ালপুরে ভারতেরত রাফাল যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে বলে পাকিস্তানপন্থী সংবাদমাধ্যম ও সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে দাবি করা হয়। এদিকে ভারতের প্রেস ‘প্রেস ইনফর্মেশন ব্যুরো’ (পিআইবি) সূত্রে জানানো হয়, যে ছবিগুলি সমাজমাধ্যমে পোস্ট করে ওই সব দাবি সামনে আনা হচ্ছে সেগুলি ২০২১ সালের। পঞ্জাবের মোগা জেলায় একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ার ছবি সামনে এনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
দেখুন খবর-