রায়পুর: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি তৈরির অভিযোগে আগেই সাসপেন্ড করা হয়েছে আইপিএস অফিসার জি পি সিংকে৷ এবার জুড়ল রাষ্ট্রদ্রোহের (Sedition) অভিযোগ৷ আইপিএস অফিসার জি পি সিংয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছে ঝাড়খণ্ডের দুর্নীতি দমন শাখা (ACB) এবং ইকোনমিক অফেন্স উইং (EOW)৷
আরও পড়ুন: রান্নার গ্যাস-জ্বালানি আগুন, এবার বাড়ছে দুধের দাম
কিছুদিন আগে জি পি সিংয়ের বাড়িতে হানা দেয় দুর্নীতি দমন শাখা এবং ইকোনমিক অফেন্স উইংয়ের আধিকারিকরা৷ বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কিছু কাগজ৷ সেগুলি খতিয়ে দেখার পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন ওই আইপিএস অফিসার৷ জনগণের মনে সরকার ও জনপ্রতিনিধিদের সম্পর্কে যাতে খারাপ ধারনা তৈরি হয় সেই চেষ্টা চালাতেন তিনি৷
আরও পড়ুন: আচমকা হার্ট অ্যাটাক, অসমে দুয়ারে হাজির মোবাইল ভ্যান
জি পি সিং অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ADG) ব়্যাঙ্কের অফিসার৷ তাঁর বিরুদ্ধে আয়ের বিরুদ্ধে সঙ্গতিহীন বিপুল সম্পত্তি তৈরির অভিযোগ ওঠে৷ তারই ভিত্তিতে গত ১ থেকে ৩ জুলাই টানা তিন দিন আইপিএস অফিসারের বাড়ি-সহ পনেরোটি জায়গায় হানা দেয় অফিসাররা৷ তল্লাশিতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া যায়৷ এর পরই ৫ জুলাই তাঁকে সাসপেন্ড করে পুলিশ৷
আরও পড়ুন: টিকা কেন্দ্রে গোলমালের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার জি পি সিং আগে দুর্নীতি দমন শাখা এবং ইকোনমিক অফেন্স উইংয়ের এডিজি ছিলেন৷ সাসপেন্ড হওয়ার আগে রাজ্য পুলিশ অ্যাকাডেমির ডিরেক্টর ছিলেন৷ রায়পুরের এসএসপি অজয় যাদব বলেন, অভিযুক্ত অফিসারের বাড়িতে তল্লাশি চালানোর সময় কিছু ছেঁড়া কাগজ উদ্ধার হয়৷ তাতে রাজ্যের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে আপত্তিজনক কথা এবং ষড়যন্ত্রের পুরো পরিকল্পনা লেখা ছিল৷ এছাড়া সরকারের নানা প্রকল্প, নীতি, সামাজিক ইস্যু নিয়ে সমালোচনামূলক কথা লেখা ছিল৷