কলকাতা: গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। বুধবার একটি টুইটে পিএনবি জানিয়েছে, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) চেকবুকগুলি আগামী মাস থেকে অকেজো হয়ে যাবে। সমস্ত গ্রাহকদের দ্রুত চেকবুক পরিবর্তন করার নির্দেশ দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
২০২০-র এপ্রিলে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েছিল। ব্যাঙ্ক সূত্রে খবর, গ্রাহকরা চেকবুক পরিবর্তনের জন্য বিভিন্নভাবে আবেদন করতে পারবেন। এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াও পিএনবিওয়ান এবং কল সেন্টারে ফোন করেও চেকবুক পরিবর্তনের আবেদন জানানো যাবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বুধবার টুইটে জানিয়েছে, সমস্ত গ্রাহক ও অ্যাকাউন্ট হোল্ডারদের জানানো হচ্ছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) চেকবুকগুলি অক্টোবর মাস থেকে আর কাজ করবে না। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিজস্ব গ্রাহকদেরও চেকবুক পরিবর্তনের কথা বলা হয়েছে।
আরও পড়ুন: LGBTQIA+ গ্রাহকরা খুলতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্ট, ঐতিহাসিক সিদ্ধান্ত অ্যাক্সিস ব্যাঙ্কের