ওয়েবডেস্ক- ফের স্থগিত চারধাম যাত্রা (Chardham Yatra)। আবহাওয়ার (Bad Weather) কারণে সাময়িকভাবে স্থগিত করে দেওয়া এই যাত্রা, বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami) । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, আবহাওয়ার অবস্থা ভালো নয়। সেই কারণে সাময়িকভাবে এই যাত্রা এখন স্থগিত করে দেওয়া হচ্ছে।
পুন্যার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এই যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যাত্রা শুরু করা হবে। আমাদের প্রথম লক্ষ্য তীর্থযাত্রীদের নিরাপত্তা। আমাদের সমস্ত জেলা কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা দল, এনডিআরএফ এবং এসডিআরএফ সম্পূর্ণরূপে প্রস্তুত। যখন যাত্রা নিরাপদ থাকবে, তখন এটি চলতে থাকবে, যাত্রার সময় আমাদের অগ্রাধিকার হল সকল তীর্থযাত্রীর নিরাপত্তা।
আরও পড়ুন- চড় মারতে গিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী, ইস্তফা পুলিশকর্তার
ভারী বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে ভূমিধসের ঘটনা ঘটে। ফলে ব্যাহত হয় চারধাম যাত্রা। ২৯ জুন, রবিবার থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। ফের চারধাম শুরু হওয়ার পরেও আবার সাময়িকভাবে যাত্রা স্থগিত করে দেওয়া হল। পাশাপাশি
রবিবার মৌসম বিভাগ কর্তৃক ভারী বৃষ্টিপাতের সতর্কতার পর যাত্রা স্থগিত করা হয়েছিল। এর কিছুক্ষণ পরেই, উত্তরকাশী জেলার বারকোট-যমুনোত্রী সড়কের সিলাই ব্যান্ডের কাছে মেঘ ফেটে ভূমিধসের সৃষ্টি হয়। কর্মকর্তাদের মতে, দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আরও সাতজন নিখোঁজ রয়েছেন।
দেখুন আরও খবর-