নয়াদিল্লি: আইফোন (iPhone) হ্যাক করার চেষ্টার মেসেজ আসার অভিযোগের ঘটনায় অ্যাপল (Apple) কর্তৃপক্ষকে নোটিস দিল কেন্দ্রীয় সরকার (Centre)। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে একথা জানিয়ে বলা হয়েছে, ভারতের কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (CERT-In) এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, দেশের অন্তত ৭ জন বিরোধী দলনেতা-নেত্রীর আইফোনে অ্যাপলের পক্ষ থেকে একটি মেল আসে। তাতে বলা ছিল, রাষ্ট্র পরিচালিত অ্যাটাকার আপনার ফোনের সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই সতর্কবার্তা পাওয়ার পরই বিরোধীরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ তোলে। স্বভাবতই পেগাসাস কাণ্ডের পর ফের অস্বস্তিতে পড়া কেন্দ্র তদন্তের নির্দেশ দেয়।
তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন এদিন বলেন, সিইআরটি-ইন হল কম্পিউটার নিরাপত্তা বিষয়ে দেশের সর্বোচ্চ সংস্থা। তারা তদন্ত শুরু করেছে। অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। ওরাও তদন্তে সহযোগিতা করবে। এর আগে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, অ্যাপলের আইফোনে সতর্কবার্তা নিয়ে সরকার গোড়া অবধি যাবে।
প্রসঙ্গত গত মঙ্গলবার বিষয়টি নিয়ে হইচই পড়ে যাওয়ার পরেই অ্যাপলের টেকনিক্যাল সাপোর্ট পেজে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, রাষ্ট্রের মদতে হ্যাকিং সিস্টেমে বহু অর্থ লাগে। এবং এই ব্যবস্থা অত্যন্ত আধুনিক, সূক্ষ্ম ও নিখুঁত হয়। এই ধরনের অ্যাটাক ধরতে গেলে থ্রেট ইন্টেলিজেন্স সিগন্যালের উপর ভরসা করতে হয়। যা সচরাচর ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ হতে পারে। ফলে এমনটা হওয়া অসম্ভব নয় যে, কিছু নোটিফিকেশন অ্যালার্ম ভুল করে হয়ে যায় অথবা সেই অ্যাটাকারকে ডিটেক্ট করাই যায়নি।
অ্যাপল আরও বলেছে, কী কারণে এই নোটিফিকেশন গিয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে এর ফলে সরকারি অ্যাটাকাররা ডিটেক্টেড হওয়ার পথ এড়াতে অন্য পন্থা নিতে পারে। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী দলের নেতানেত্রীরা আইফোন হ্যাকের অভিযোগ তোলেন।