কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দেশে চলছে উৎসবের মরশুম। অন্যদিকে রয়েছে করোনা তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। এই সবের মধ্যেই নজির গড়ে ফেলল ভারত। মাত্র ৯ মাসেই ভারতবাসীকে করোনার ১০০ কোটি ডোজ দিয়ে ইতিহাস গড়ল ভারত। সেই কারণেই বৃহস্পতিবার টুইটারে শুভেচ্ছা জানালেন নাড্ডা ও কেন্দ্রীয় নেতারা।
গত ১৬ জানুয়ারি থেকে দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। তার পর থেকেই জোরকদমে চলছে টিকাকরণ। আজ বৃহস্পতিবার সেই টিকাকরণ ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে। তার আগেই টুইটারে শুভেচ্ছা জানালেন জেপি নাড্ডা। তিনি লিখেছেন, ‘ভারত যে গতিতে টিকাকরণে ১০০ কোটি ছুঁয়েছে তা স্পষ্টই বোঝায় সরকার প্রত্যেক ব্যক্তির নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমি আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং সকল স্বাস্থ্যকর্মী এবং জনসাধারণকেও অভিনন্দন জানাই। #ভ্যাকসিন সেঞ্ছুরি’
भारत ने जिस रफ़्तार से 100 करोड़ के आंकड़े को छुआ है ये दर्शाता हैकि सरकार प्रत्येक व्यक्ति की सुरक्षा के लिए पूर्णतः संकल्पित है। इस ऐतिहासिक क्षण पर मैं प्रधानमंत्री @narendramodi जी का ह्रदय से धन्यवाद देता हूँ व सभी स्वास्थ्य कर्मियों और जनता को बधाई देता हूँ। #VaccineCentury
— Jagat Prakash Nadda (@JPNadda) October 21, 2021
আরও পড়ুন – আমি ভারতের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সভাপত্সি
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্যও টুইটে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর প্রশংসাও করেছেন তিনি।
बधाई हो भारत!
दूरदर्शी प्रधानमंत्री श्री @NarendraModi जी के समर्थ नेतृत्व का यह प्रतिफल है।#VaccineCentury pic.twitter.com/11HCWNpFan
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) October 21, 2021
শুভেচ্ছা জানিয়েছেন আমিত সাহ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমরা করেছি।
We did it. #VaccineCentury pic.twitter.com/TegP1siU1F
— Amit Shah (@AmitShah) October 21, 2021
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এদিন নমো লেখেন, ‘ইতিহাস তৈরী করেছে ভারত। আমরা ভারতীয় বিজ্ঞান এবং ১৩০ কোটি ভারতীয়দের সম্মিলিত প্রচেষ্টার কারণে এই বিজয় পেয়েছি। অভিনন্দন ভারতকে ১০০ কোটি টিকা অতিক্রম করার জন্য। আমাদের চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ। #ভ্যাকসিন সেঞ্চুরি ‘
India scripts history.
We are witnessing the triumph of Indian science, enterprise and collective spirit of 130 crore Indians.
Congrats India on crossing 100 crore vaccinations. Gratitude to our doctors, nurses and all those who worked to achieve this feat. #VaccineCentury
— Narendra Modi (@narendramodi) October 21, 2021
টিকাকরণ অভিযান শুরুর ৯ মাসের মধ্যে এই সাফল্য বিরাট কৃতিত্বের বলে মনে করছে সরকার৷ তাই ধুমধাম করে এই সাফল্য উদযাপন করার প্রস্তুতি সেরে ফেলেছে স্বাস্থ্য মন্ত্রক৷ আজ লাল কেল্লায় গিয়ে কৈলাস খেরের গাওয়া গান এবং একটি অডিও-ভিস্যুয়াল ফিল্ম লঞ্চ করবেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷