নয়াদিল্লি: বর্তমান সময় ফেস বুকে (Face Book) আক্রান্ত কম বেশি সকলেই। বাস থেকে ট্রাম এমনকি রাস্তায় পথ চলতি মানুষের চোখ আটকে আছে এই সোশ্যাল মাধ্যমটির (Social Media) দিকে। তবে এই ফেসবুক জনপ্রিয়তার শীর্ষে হলেও, এই মাধ্যমটি কারণে কিশোর-কিশোরীরা নাধা ধরনের বিপদের ফাঁদে পা দিচ্ছে। বাড়তে অপরাধ প্রবণতা।
মোবাইলের (Mobile) নেশা বিপদ বাড়িয়ে তুলছে। শিশু থেকে কিশোর-কিশোরী সকলেরই অবাধ বিচরণ ফেসবুকের দিকে। এবার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার (Central Government)।
সম্প্রতি ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট (DPDP) নিয়মের খসড়া প্রকাশ করা হয়েছে । ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সেই খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি এই নিয়ম কার্যকর হওয়ার কথা।
আরও পড়ুন: ভোটের আগে বিরাট পদক্ষেপ বিজেপির! দিল্লিতে এবার নয়া বিতর্ক
নয়া খসড়ায় বলা হয়েছে, এবার ১৮ বছরের কম বয়সী নাবালকদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা নিয়ে বাবা-মায়ের অনুমতি নিতে হবে।
ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা বিধিগুলি দীর্ঘ সময় ধরেই ছিল। সরকার এই বিষয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছে। ১৮ ফেব্রুয়ারির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে মতামত বিচার করা হবে।
তবে সরকারের প্রকাশিত খসড়ায় বিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হবে, তা বলা হয়নি। তবে এই আইনে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।
দেখুন অন্য খবর-
The post ফেসবুক নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের, ১৮ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর first appeared on KolkataTV.
The post ফেসবুক নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের, ১৮ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর appeared first on KolkataTV.