নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাবে রাজ্যগুলিতে কত মৃত্যু হয়েছিল তা প্রকাশ্যে আসুক চায় না কেন্দ্র৷ শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷ তিনি জানান, শ্বাসবায়ুর অভাবে মৃত্যুর ঘটনার তদন্তে দিল্লি সরকার একটি প্যানেল তৈরির প্রস্তাব দিয়েছে৷ কিন্তু উপরাজ্যপাল অনিল বাইজল পুনরায় সেই প্রস্তাব খারিজ করে দেন৷ এতেই বোঝা যায়, অক্সিজেনের অভাবে রাজ্যগুলিতে যদি কোনও মৃত্যুর ঘটনা ঘটেও থাকে তা সামনে আসতে দিতে চাইছে না কেন্দ্র৷
গত এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ যখন সুনামির মত দেশে আছড়ে পড়েছিল তখন দিল্লিতে অক্সিজেন সঙ্কট চরমে উঠেছিল৷ বহু হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা দেয়৷ যার জেরে ভেন্টিলেটরে থাকা রোগীদের প্রাণ সংশয় তৈরি হয়৷ মাত্র কয়েক মিনিট অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ায় বেশ কয়েকজন করোনা রোগীর মৃত্যুর ঘটনাও সামনে আসে৷ এদিন সাংবাদিক সম্মেলনে দিল্লির উপমুখ্যমন্ত্রী স্বীকার করে নেন, অক্সিজেনের অভাবে রাজধানীর হাসপাতালে কোভিড রোগীর মৃত্যু ঘটেছে৷
আরও পড়ুন: বাধ্যবাধকতা ভুলে ২০২৪ -এর লক্ষ্যে লড়াইয়ের ডাক সোনিয়ার
তিনি বলেন, ওই সব ঘটনার তদন্তে আমরা প্যানেল তৈরি করতে চাই৷ উপরাজ্যপালের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে৷ কিন্তু তিনি বলেছেন, ওসব তদন্তের প্রয়োজন নেই৷ একদিকে কেন্দ্র রাজ্যগুলিকে বলছে অক্সিজেনের অভাবে কোভিড রোগী মৃত্যুর সংখ্যা জানাতে৷ আবার তারাই আমাদের তদন্তের অনুমতি দিচ্ছে না৷ তাহলে রাজ্যগুলি জানাবে কী করে? এর অর্থ কেন্দ্র চায় না যে অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যুর ঘটনা সামনে আসুক৷ যাতে রাজ্যগুলি কেন্দ্রকে রিপোর্ট দিতে পারে যে তাদের রাজ্যে অক্সিজেনের অভাবে কোনও মৃত্যু হয়নি৷ পাশাপাশি দ্বিতীয় ঢেউয়ের সময় দেশে যে অক্সিজেন সঙ্কট দেখা গিয়েছিল তার দায় কেন্দ্রের ঘাড়েই চাপান মণীশ সিসোদিয়া৷