নয়াদিল্লি: পোর্টালে (Portal) কেন্দ্রীয় সরকার (Central Government) প্রকাশ করল ওয়াকফ আইন ২০২৫ (Waqf Law 2025)। নির্দেশিকা মারফত প্রকাশিত ওই পোর্টালে মিলবে ওয়াকফ সম্পত্তির অডিট করা হিসেব ইত্যাদির ডেটাবেস (Database) বা তথ্য।
কবে, কীভাবে, কোন পদ্ধতিতে সংশ্লিষ্ট ওয়াকফ নথিভুক্ত হয়েছে, তাদের হিসাবরক্ষণের ইতিহাস এবং পদ্ধতি ইত্যাদির তথ্য মিলবে ওই পোর্টালে। এই রুল তথা বিধির অনুষ্ঠানিক নাম ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট রুলস ২০২৫। ১৯৯৫ সালের ওয়াকফ আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী এই বিধি তৈরি হয়েছে। যা আদতে ২০২৫ সালের ওয়াকফ সংশোধনী আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যে আইন ২০২৫ সালের ৮ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: বিজেপির সর্বভারতীয় সভাপতি এবার মহিলা! লড়াইয়ে কে কে?
১৯৯৫ সালের আইনটির ১০৮ খ ধারা অনুযায়ী, কেন্দ্র ওয়াকফের সম্পদ পরিচালন ব্যবস্থা, তার নথিভুক্তিকরণ তার হিসাব ও রক্ষণ-নিরীক্ষণ এবং অন্যান্য তথ্য সঠিকভাবে পরিচালনার স্বার্থে বিধি বানাতে পারে। যাতে ওয়াকফ থেকে বিধবা, বিবাহ বিচ্ছিন্না, অনাথ ও অন্যান্যরা আর্থিক সাহায্য সঠিকভাবে পেতে পারেন।
বিধি অনুযায়ী ওই পোর্টাল এবং তার ডেটাবেসে প্রতিটি ওয়াকফ এবং তার সম্পত্তির জন্য একটি করে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকবে। প্রত্যেক রাজ্য সরকারকে যুগ্ম সচিব পর্যায়ের একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে। যিনি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থার সাপোর্ট ইউনিটের দায়িত্বে থাকবে। প্রতিটি ওয়াকফের প্রত্যেক মোতাওয়ালিকে নিজের মোবাইল নম্বর থেকে ওই পোর্টালে নিজ ই-মেইল ঠিকানা দিয়ে নথিভুক্ত হতে হবে।
কোনও সম্পত্তিকে ভুলভাবে ওয়াকফ বলে ঘোষণার তদন্ত সরকার নিয়োজিত অফিসারকে এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রত্যেক রাজ্য সরকারকে সমীক্ষা বা জমি জরিপের মাধ্যমে সীমানা ইত্যাদি চিহ্নিতকরণ করতে হবে। দিতে হবে সেই ওয়াকফ সম্পর্কিত যাবতীয় তথ্য। প্রসঙ্গত, ২০২৫ সালের ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বেশ কিছু মামলার পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ দিয়ে রেখেছে।
দেখুন অন্য খবর: