নয়াদিল্লি: পাকিস্তান-চিনের কাছে ভারত ‘হেরে গিয়েছে’। এই দাবি ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা। ভাইরাল একটি পোস্টে (Viral Post) সরাসরি উদ্ধৃত করা হয়েছে ভারতীয় সেনার উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহকে (Lt Gen Rahul R Singh)। তিনি নাকি বলেছেন – ইলেক্ট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা তথ্যে পাকিস্তান ও চিন ভারতের চেয়ে অনেক এগিয়ে। প্রযুক্তির যুদ্ধে হেরে গিয়েছে ভারত! তা নিয়েই এ বার মুখ খুলল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
স্যোশাল মিডিয়ায় উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেলের ছবি ব্যবহার করা হয়েছে। সেই পোস্টে লেখা হয়েছে, ‘‘ভারতের শীর্ষ সেনাকর্তা বলেছেন, প্রযুক্তি যুদ্ধ ও গোয়েন্দাতথ্য যুদ্ধে পাকিস্তান এবং চিন চমকে দিয়েছে। চিনা প্রযুক্তি বড় ভূমিকা পালন করেছে ভারতকে হারাতে।’’ তবে অনুমান, ওই পোস্টে অপারেশন সিঁদুরের দিকেই ইঙ্গিত করা হচ্ছে। এ রকম কিছু পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৎপর হয় কেন্দ্র। তারা জানায়, ওই তথ্য সম্পূর্ণ ভুয়ো। প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, যে ধরনের পোস্ট ঘুরছে, তা সম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর। সেনার উপ-প্রধান কখনওই এমন কোনও কথা বলেননি।
আরও পড়ুন:
সূত্রের খবর, গত সপ্তাহে প্রতিরক্ষা সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিংহ বলেছিলেন, চিনের উপর নির্ভরশীল পাকিস্তানের অস্ত্রভাণ্ডারের বেশির ভাগ অংশ। চিন পাকিস্তানের কাছে তাদের সামরিক প্রযুক্তি পরীক্ষার ক্ষেত্র বানিয়ে তুলেছে। ইসলামাবাদের কাছে চিনের অস্ত্র পরীক্ষার ল্যাব হয়ে উঠেছে পাকিস্তান।” এছাড়াও তিনি বলেছিলেন, “ভারতের ডিজিএমও-র সঙ্গে আলোচনার সময় পাকিস্তান সেনার এক উচ্চপদস্থ কর্তা স্বীকার করেন, ভারতের কিছু ক্ষেপণাস্ত্র তাঁদের দিকেই তাক করা রয়েছে এই তথ্য তাঁদের দিয়েছিল চিন।”
অন্য খবর দেখুন