নয়াদিল্লি: চলতি বছর এপ্রিল-মে মাসে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশের একাধিক বেসরকারি হাসপাতালে অক্সিজেন সংকট চরমে ওঠে৷ তখন এক এক করে অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা সামনে আসতে থাকে৷ এতদিন শ্বাসবায়ুর অভাবে মৃত্যু নিয়ে চুপ ছিল কেন্দ্র৷ অবশেষে অক্সিজেন সংকটের জেরে মৃত্যুর কথা সংসদে স্বীকার করে নেয় সরকার৷ জানিয়েছে, দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাবে অন্ধ্রপ্রদেশে কয়েকজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে৷
আরও পড়ুন: দুই করোনা টিকার মিশ্রিত ডোজের প্রয়োগে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া
গত ৯ অগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানান, ভেন্টিলেটরে চিকিৎসা চলাকালীন অন্ধপ্রদেশে কয়েকজন কোভিড রোগী মারা যান৷ অন্ধ্রের এসবিআরআর হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের৷ গত ১০ মে অক্সিজেনের অভাবে ভেন্টিলেটরে মারা যান তাঁরা৷ তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা জানায়নি কেন্দ্র৷
অক্সিজেনের অভাবে দেশে কতজন মানুষের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রের কাছে নেই৷ তাই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে তা জানতে চায় কেন্দ্র৷ এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম, ওড়িশা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পঞ্জাব কেন্দ্রকে চিঠি দিয়ে তাদের জবাব পাঠিয়েছে৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত যা উত্তর এসেছে তাতে অক্সিজেনের অভাবে মৃত্যুর কথা জানায়নি রাজ্য৷
আরও পড়ুন: BREAKING: অনির্দিষ্টকালের জন্য মুলতুবি লোকসভার অধিবেশন
অক্সিজেন সংক্রান্ত মৃত্যুর তথ্য কেন্দ্রের কাছে না থাকায় বিরোধী দলগুলি সবচেয়ে বেশি সরব হয়েছিল৷ কিন্তু দেখা যাচ্ছে, কেন্দ্রের কাছে অধিকাংশ অবিজেপি শাসিত রাজ্যই এখনও পর্যন্ত কোনও তথ্য পাঠায়নি৷ বিশেষজ্ঞদের মতে, রাজ্যগুলির গড়িমসির কারণে কেন্দ্রের কাছে পরিসংখ্যান পৌঁছয়নি৷ ফলে কেন্দ্র রাজ্যগুলির ঘাড়ে দোষ চাপিয়ে সহজে দায় এড়িয়ে যেতে পারবে৷