নয়াদিল্লি: প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে বিপর্যস্ত হয়েছিল ভারত। এরই মাঝে কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। এই অবস্থায় জনসচেতনতার পাশাপাশি টিকাকরণ নিয়ে গুরুতে দিতে চাইছে কেন্দ্র। তেমনই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।
শনিবার ১১টি উত্তর-পূর্ব এবং পার্বত্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা করেন রাজেশ ভূষণ। সেই রাজ্য এবং কেন্দ্রেশাসিত অঞ্চলগুলি হল- অরুণাচল প্রদেশ, আসাম, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং উত্তরাখণ্ড।
আরও পড়ুন- বন্ধ্যাত্বকরণ শিবিরে সাত ঘণ্টায় ১০১ মহিলার অস্ত্রোপচার, চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
ওই সভায় অংশ নেওয়া রাজ্যের প্রতিনিধিদের দ্রুততার সঙ্গে করোনা টিকার প্রথম ডোজ সম্পন্ন করার নির্দেশ দীয়া হয়েছে। ১৮ বছরের উর্ধ্বে যাতে সকলকেই টিকার আওতায় নিয়ে আসা হয় সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে রাজ্য প্রশাসনকে। ওই সকল রাজ্যগুলিতে ৬০ বছরের বেশি বয়সের অনেকেই টিকা গ্রহণ করেননি। তাদের দ্রুত টিকার আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে।
মূলত অসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মেঘালয়ে এই শ্রেণীর উভয় ডোজের কভারেজ অসন্তোষজনক। যা নিয়ে উদ্বগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। অনেক জায়গায় প্রথম ডোজের তুলনায় দ্বিতীয় ডোজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেদিনে নজর রেখে টিকার সুস্থ বন্টনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।