নয়াদিল্লি: ভারতীয় বাযুসেনা দিবসে সুখোই চড়ার অভিজ্ঞতা শেয়ার করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু। ৮৯তম বায়ুসেনা দিবসে শুক্রবার টুইটে সুখোইতে ওড়ার ছবি দিয়ে টুইট করেন তিনি। শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, ‘’আজ বায়ুসেনা দিবসে আমার সুখোইতে ওড়ার দিনটিকে স্মরণ করছি। এয়ার চিফ মার্শালের আমন্ত্রণে সুখোই ৩০ এমকেআইতে ওড়ার সুযোগ পেয়েছিলাম। সেই সুবাদে আরও অন্যান্য বীর সেনানীদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল।‘’
On Air Force Day I’m remembering my memorable flying moment with Sukhoi Su- 30MKi on the invitation of the Air Chief Marshal & also my interaction with our breavehearts !!
Nation salute IAF for their bravery? https://t.co/MST3acQMKT pic.twitter.com/lgcK6BVBEg
— Kiren Rijiju (@KirenRijiju) October 8, 2021
আরও পড়ুন: পুলিশি তলব এড়িয়ে গেলেন লখিমপুর কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্র
২০১৬ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী থাকাকালীন প্রথম সুখোই ৩০ এমকেআই যুদ্ধ বিমানে চড়েন রিজিজু। কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে হালওয়ারা এয়ার বেস থেকে সেই বিমান প্রায় ৫৮ হাজার ফিট উঁচুতে পাড়ি দেয় বিমানটি। প্রায় ৩০ মিনিটের সেই উড়ানে আপ্লুত হন তদকালীন স্বরাষ্ট্র্ প্রতিমন্ত্রী কিরন রিজিজু। তদকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর আগে ওই যুদ্ধ বিমানের ককপিটে বসেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও প্রতিভা পাটিল। এছাড়াও বাজপেয়ী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে জর্জ ফার্ণাণ্ডেজ প্রথম এই বিমানের ককপিটে বসেছিলেন। পাঁচ বছর আগের সেই স্মৃতিই এদিন রোমন্থন করলেন কিরন রিজিজু।
#AirForceDay #AirForceDay2021 #IndianAirForce #AirForceDay_Oct8 #IAF pic.twitter.com/bRSmk2xNax
— Kiren Rijiju (@KirenRijiju) October 8, 2021
আরও পড়ুন: অরুণাচল সীমান্তে মুখোমুখি, ২০০ চিনা সেনাকে রুখল ভারত
১৯৩২ সালে আজকের দিনে ভারতীয় বায়ুসেনা গঠিত হয়। স্বাধীনতা লাভ পর্যন্ত ব্রিটিশ সরকার ও রয়াল এয়ারফোর্সের নিয়ন্ত্রণে পরিচালিত হত ভারতীয় বায়ুসেনা।
শুক্রবার বায়ুসেনা দিবস উপলক্ষে বাযুসেনা সমস্ত সেনা ও আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও।