নয়াদিল্লি: রাজ্য সরকারের ‘খেলা হবে’ দিবস নিয়ে আপত্তি তুলেছে বিজেপি। এই অবস্থায় ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালনের কথা ঘোষণা করল কেন্দ্র। প্রতি বছর ১৪ অগস্ট ওই বিশেষ দিন পালন করা হবে। শনিবার ভারত সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। এ দিন সকালের দিকে এই বিষয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- পেট্রোল এগোলেও অর্থনীতি থেকে কর্মসংস্থানে পিছোচ্ছে ‘মোদির ভারত’
১৯৪৭ সালের অগস্ট মাসের ১৪ তারিখে দেশভাগ হয়েছিল। এই দিনেই আত্মপ্রকাশ করে স্বাধীন রাষ্ট্র পাকিস্তান। সেই দেশভাগের পিছনে অনেকের আত্মবলিদান রয়েছে। বহু মানুষকে ভিটে মাটি ছাড়তে হয়েছিল। অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই রেশ জারি ছিল আরও কয়েক দশক। সেই স্মৃতিকে স্মরণে রাখতেই এই বিশেষ দিবস পালন করতে চাইছে কেন্দ্র।
আরও পড়ুন- ভ্যাপসা গরমে স্বস্তি দিতে রাখিতে বসেছে ‘এসি’, হাতে পরলেই শীতল অনুভূতি
এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “দেশভাগের যন্ত্রণা কখনই ভুলে যাওয়া সম্ভব নয়। ঘৃণা এবং হিংসার জন্য আমাদের লক্ষ লক্ষ ভাই-বোন প্রাণ হারিয়েছিলেন। অনেকে বাড়ি ছাড়া হয়েছিলেন। সেই সকল মানুষদের আত্মত্যাগকে স্মরণে করতেই ১৪ অগস্ট ‘বিভাজন বিভিষীকা স্মৃতি দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
देश के बंटवारे के दर्द को कभी भुलाया नहीं जा सकता। नफरत और हिंसा की वजह से हमारे लाखों बहनों और भाइयों को विस्थापित होना पड़ा और अपनी जान तक गंवानी पड़ी। उन लोगों के संघर्ष और बलिदान की याद में 14 अगस्त को 'विभाजन विभीषिका स्मृति दिवस' के तौर पर मनाने का निर्णय लिया गया है।
— Narendra Modi (@narendramodi) August 14, 2021
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও টুইট করে এই ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’- উদযাপনের পক্ষে সওয়াল করেছেন। সেই সঙ্গে আরও লিখেছেন, “দেশভাগের কারণে ভারতের যা ক্ষতি হয়েছে ভাষায় বর্ণনা করা যায় না। এই ‘বিভাজন বিভিষীকা স্মৃতি দিবস’ সমাজে শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতির ঐক্য গড়ে তুলবে। সেই সঙ্গে দূর হয়ে যাবে যাবতীয় বিদ্বেষ।”
देश के विभाजन का घाव व अपनों को खोने के दुःख को शब्दों में वर्णित नहीं किया जा सकता।
मुझे विश्वास है कि #PartitionHorrorsRemembranceDay समाज से भेदभाव व द्वेष की दुर्भावना को खत्म कर शांति, प्रेम व एकता को बल देगा।
— Amit Shah (@AmitShah) August 14, 2021