ওয়েবডেস্ক- পাকিস্তানি পতাকা (Pakistan Flag) সহ এই সংক্রান্ত নানা ধরনের পণ্য অনলাইনে বিক্রির (Online sale) কারণে এবার কেন্দ্রের (Central Government) কড়া তোপের মুখে পড়ল অ্যামাজন (Amazon) , ফ্লিপকার্ট (Flipkart) সহ আরও চারটি সংস্থা। এই চার সংস্থাকেই নোটিশ ধরিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ।
বুধবার রাতে সমাজ মাধ্যমে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী (Union Consumer Affairs Minister Pralhad Joshi) । কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই ধরনের অসংবেদশীল আচরণ কোনওভাবেই বরদাস্ত নয়। অনলাইন বিপণি সংস্থাগুলিকে অবিলম্বে নিজেদের এই ধরনের পণ্য সরিয়ে ফেলতে হবে। সংস্থাগুলিকে দেশের আইন মেনে চলতে হবে।
পহেলগাম কাণ্ডের পর থেকেই ভারতের মধ্যে এই অস্থিরতা বিরাজ করছে। এতগুলি সাধারণ মানুষের বিনা দোষে মৃত্যু কোনও সভ্য দেশের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, ভারতও তার ব্যতিক্রম নয়। পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে ‘অপারেশন সিঁন্দুর’ এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা।
আরও পড়ুন- ‘অপারেশন সিঁন্দুর’, রাষ্ট্রপতিকে যাবতীয় আপডেট দিলেন ভারতের তিন বাহিনীর প্রধান
৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। সুখোই, মিরাজ, রাফাল এই তিন যুদ্ধ বিমান উল্লেখযোগ্য ভূমিকা নেয়। নয়াদিল্লি জানিয়েছিল, নির্দিষ্ট ভাবে জঙ্গিঘাঁটিগুলিকে চিহ্নিত করেই হামলা করা হয়েছে। পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে হামলা হয়নি বলেও বিবৃতি দেয় ভারতীয় সেনা।
গত শনিবার বিকেলে দু’দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। কিন্তু সেইদিনই তিনঘণ্টার মধ্য চুক্তি ভঙ্গ করে ফের পাক সেনা হামলা চালায়। জবাব দেয় ভারত। গত সোমবার জাতির উদ্দেশে ভাষণেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের অবস্থান স্পষ্ট করেছে।
সেইসঙ্গে প্রধানমন্ত্রীর হুঙ্কার সন্ত্রাসবাদ মেনে নেবে না ভারত। পাকিস্তান আজ যে সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, একদিন তার আঁচে তারাই শেষ হয়ে যাবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বাণিজ্য আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। এবার পাকিস্তানের সঙ্গে শুধু একটা শর্তেই কথা হবে পিওকে (POK) নিয়ে।
দেখুন আরও খবর-