নয়া দিল্লি: প্রকাশ্যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণির রেজাল্ট (CBSC Class 12 Result Out)। মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক সন্ন্যাম ভরদ্বাজ ঘোষণা করেছেন। চলতি বছর সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ছেলেদের চেয়ে পাশের হারে এগিয়ে মেয়েরা। রূপান্তরকামী প্রার্থীদের মধ্যে ১০০ শতাংশ উত্তীর্ণ হয়েছে। গত বছর তাঁদের পাশের হার ছিল ৫০ শতাংশ।
সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা তাঁদের পরীক্ষার ফল ওয়েবসাইটে দেখতে পারবে। এবার পাঁচ শতাংশের বেশি নম্বর নিয়ে সামনের সারিতে রয়েছে মেয়েরা। গতবারও এগিয়ে ছিল মেয়েরাই। ২০২৫ সালের সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮৮,৩৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। যা গত বছরের হারের থেকে কিছুটা বেশি। গত বছরে পাশের হার ছিল ৮৭.৯৮ শতাংশ।
আরও পড়ুন: কাশ্মীরের সোপিয়ানে সেনাকে লক্ষ্য করে গুলি, খতম তিন জঙ্গি, আটক ২ লস্করের সদস্য
এবছর মোট পরীক্ষা দিয়েছিল ১৬ লক্ষ ৯২ হাজার ৭৯৪ জন। এবারে মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৫.৭০। বেড়েছে রূপান্তরকামী পরীক্ষার্থীদের পাশের হার। আরও জানা গিয়েছে, এবছর মোট ১ লক্ষ ১১ হাজার ৫৪৪ জন প্রার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ২৪ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ১.২৯ লক্ষের বেশি প্রার্থীকে কম্পার্টমেন্টে রাখা হয়েছে।
দেখুন আরও খবর: