নয়াদিল্লি: মন্ত্রীর বিরুদ্ধে চলছিল অপরাধের তদন্ত। সেই তদন্তের নানাবিধ নথি ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI)-র সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে মন্ত্রীর আইনজীবীকেও গ্রেফতার করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
আলোচিত ব্যক্তির নাম হচ্ছে অভিষেক তিওয়ারি। তার বিরুদ্ধে অভিযোগ, মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখের থেকে ঘুষ নিয়ে অনৈতিক উপায়ে নানাবিধ সরকারি নথি ফাঁস করে দিয়েছিল সে। ঘুষ হিসেবে অভিষেককে একটি আইফোন(I-Phone) দেওয়া হয়। সেই ফোনের দাম এক লক্ষ টাকার বেশি। মন্ত্রী অনিল দেশমুখের আইনজীবী আনন্দ দাগা সেই উপহার সিবিআই সাব-ইনস্পেক্টরের কাছে পৌঁছে দিয়েছিল।
আরও পড়ুন- বিশ্বের সেরা ৩০০ প্রতিষ্ঠানে নেই ভারত, ‘টিএইচই’ বয়কট একাধিক আইআইটির
ওই আইনজীবীকেও গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে যে গত জুন মাসে অভিষেক তিওয়ারি মহারাষ্ট্রের পুনে শহরে গিয়েছিল। সেখানেই মন্ত্রী অনিলের আইনজীবী আনন্দের সঙ্গে তার সাক্ষাত হয়। তদন্তের সঙ্গে জড়িত নানাবিধ নথি ওই আইনজীবীদের হাতে তুলে দিয়েছিল অভিষেক তিওয়ারি। বিনিময়ে আইফোন ১২ প্রো ঘুষ পেয়েছিল সে।
আইফোন- প্রতীকী ছবি
এখনেই শেষ হয়ে যায়নি সিবিআই সাব-ইনস্পেক্টরের লোভ। দামী মোবাইল ছাড়াও বিভিন্ন সময়ে আরও ঘুষ নিয়েছে অভিষেক তিওয়ারি। এমনই জানানো হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। আইনজীবী আনন্দের থেকে নিয়মিত ঘুষ নিয়েছিল সে। ওই সকল অপরাধ প্রকাশ্যে আসতেই গ্রেফতার করা হয়েছে অভিষেক তিওয়ারি এবং আনন্দ দাগাকে।