ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ২৬ বছরের এক যুবকের হেফাজতে মৃত্যুর ঘটনায় শীর্ষ আদালতের নির্দেশ মানতে ব্যর্থ হওয়ায় সিবিআইকে কড়া ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের অভিযোগ, অভিযুক্ত পুলিশ অফিসারদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি।
বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানায়, “নিজেদের অসহায় বলে দাবি করতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কাজ করেননি। তাহলে নির্দেশের প্রয়োজন কী? আপনারা যে অসহায়তার কথা বলছেন, তা আসলে রক্ষাকবচ হিসেবেই মনে হচ্ছে।”
আরও পড়ুন: দুরারোগ্য রোগ গোপন করা স্ত্রীকে ত্যাগ আইনসম্মত: হাইকোর্ট
ঘটনাটির একমাত্র প্রত্যক্ষদর্শী মৃত যুবকের কাকা গঙ্গারাম আপাতত জেল হেফাজতে। তাঁর নিরাপত্তা নিয়ে আদালতের মন্তব্য, “যদি গঙ্গারামের কিছু হয়, সেক্ষেত্রে দায় নিতে হবে সিবিআইকেই। দ্বিতীয়বার হেফাজতে মৃত্যু কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
উল্লেখ্য, দেবা পারধি নামে ওই যুবক চুরির অভিযোগে কাকা গঙ্গারামের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন। পরিবারের দাবি, পুলিশি নির্যাতনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে দেবার। ১৫ মে সুপ্রিম কোর্ট তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়ে ৩০ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার এবং ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলেই অভিযোগ।
অন্য তিন পুলিশ অফিসারকে গ্রেফতার করা হলেও আরো দুই অফিসার পলাতক বলে জানায় সিবিআই। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয়েছে। তাদের অপরাধী ঘোষণা করে সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আবেদন পেশ করেছে সিবিআই। দাবি করা হয়, তদন্তভার হাতে আসার আগে থেকেই ওই দুই অফিসার পলাতক।
দেবার মৃত্যুর পর এফআইআর দায়ের হতেই গঙ্গারামের বিরুদ্ধে নতুন করে একাধিক অভিযোগ দায়ের করে পুলিশ তাকে হেফাজতে রেখে হুমকি দিয়ে চলেছে বলে মৃতের মায়ের দাবি। পলাতক ১ অফিসার গোয়ালিয়ারে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু আবেদনটি খারিজ হতেই গঙ্গারামকে মারধর করা হয় বলে তার অভিযোগ।
আগামী দু’দিনের মধ্যে পলাতকদের গ্রেফতার করতে না পারলে মুখ্যসচিব, সিবিআই অধিকর্তা এবং সংশোধনাগারের অতিরিক্ত সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার আগাম হুঁশিয়ারি আদালতের।
দেখুন আরও খবর: