কলকাতা: প্রশান্ত কিশোরের (Prashant Kishor) নামে মামলা দায়ের করল বিহারের পুলিশ। পাটনার গান্ধী ময়দানে প্রতিবাদ করছেন বিহার পাবলিক সার্ভিস কমিশনের (BPSC) পরীক্ষার্থীরা। তাঁদের উসকানি দেওয়ার অভিযোগেই মামলা দায়ের হল কিশোর ও আরও কয়েকজনের বিরুদ্ধে। পুলিশের দাবি ভোটকুশলী এবং তাঁর দলের কয়েকজন সদস্য পরীক্ষার্থীদের প্ররোচিত করেছেন, যে কারণে তাঁরা শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন এবং সমস্যার সৃষ্টি করছেন।
প্রশাসনের নিষেধ সত্ত্বেও গান্ধী ময়দানে (Gandhi Maidan) প্রতিবাদ প্রদর্শনের জন্যও আরও একটি মামলা দায়ের হয়েছে জন সুরাজ পার্টির (Jan Suraaj Party) সুপ্রিমোর। এই ইস্যু নিয়ে আজ তাঁর বক্তব্য দেওয়ার কথা আছে।
আরও পড়ুন: হনুমানের বংশপরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য যোগীরাজ্যের মন্ত্রীর
নতুন করে ৭০তম বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে সাক্ষাতের দাবিতে রবিবার প্রতিবাদ চালিয়ে যান হাজারের বেশি পরীক্ষার্থী। ১৩ ডিসেম্বর শুরু হয়েছিল এই প্রতিবাদ কর্মসূচি। সেই থেকে একাধিক রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাবিদ এবং সমাজকর্মীদের সমর্থন পেয়েছে তা।
এক বিবৃতিতে বিহার পুলিশ জানিয়েছে, গান্ধী ময়দানে ‘ছাত্র সংসদ’ করার কথা শনিবার প্রশাসনকে জানিয়েছিলেন কিশোর। কিন্তু প্রশাসন তা নিষেধ করে দেয়। কিন্তু তা সত্ত্বেও রবিবার গান্ধী মূর্তির সামনে ওই দল অননুমোদিত ভিড় জমা করে। কিশোর সহ ১৯ জনেরও বেশি ব্যক্তির নামে মামলা দায়ের হয়েছে। জন সুরাজ পার্টির সভাপতি মনোজ ভারতীও এই তালিকায় আছেন।
দেখুন অন্য খবর:
The post আন্দোলনে উসকানি! প্রশান্ত কিশোরের নামে মামলা দায়ের first appeared on KolkataTV.
The post আন্দোলনে উসকানি! প্রশান্ত কিশোরের নামে মামলা দায়ের appeared first on KolkataTV.