চন্ডীগড়: প্রকাশ্যে ক্ষমা না চাইলে সিধুর সঙ্গে দেখা করব না৷ এমনটাই জানিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ কিন্তু নিজেই সেই ‘পণ’ ভাঙতে চলেছেন৷ আগামিকাল শুক্রবার সিধুর মুখোমুখি হবেন তিনি৷ ওই দিন প্রদেশ কংগ্রেস সভাপতি পদে শপথ নেবেন প্রাক্তন ক্রিকেটার৷ তখন দর্শকাসনে বসে থাকবেন অমরিন্দর সিং৷
আরও পড়ুন: পেগাসাস বিতর্কের মাঝেই দিল্লিতে মুখোমুখি মোদি-মমতা
শপথ গ্রহণে উপস্থিত থাকার জন্য অমরিন্দর সিংকে আমন্ত্রণ জানিয়েছেন সিধু৷ আমন্ত্রণপত্রে অমরিন্দরকে ‘পঞ্জাব কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্য’ বলে উল্লেখ করেছেন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ চিঠিতে লিখেছেন, ‘পঞ্জাব কংগ্রেস পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসাবে শপথগ্রহণে আপনার উপস্থিতি কামনা করি৷ আশা করি অনুষ্ঠানে এসে নতুন টিমকে আপনি আর্শীবাদ করবেন৷’ অমরিন্দরের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সিধুর আমন্ত্রণ রক্ষা করবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷ আগামিকাল চন্ডীগড়ে পঞ্জাব কংগ্রেস ভবনে হাজির থাকবেন তিনি৷
আরও পড়ুন: নতুন আইটি নীতিকে চ্যালেঞ্জের মামলায় কেন্দ্রের জবাব চাইল দিল্লি হাইকোর্ট
সিধুর সঙ্গে অমরিন্দরের বিরোধ নতুন নয়৷ তবে বিধানসভা নির্বাচনের আগে দুই নেতার রাজনৈতিক ঠোকাঠুকিতে বেহাল দশা হয় পঞ্জাব কংগ্রেসের৷ প্রদেশ কংগ্রেস সভাপতি পদে সিধুকে বসানো নিয়েও আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর আপত্তি উড়িয়ে সিধুকেই এই পদে বসায় হাইকমান্ড৷ সে নিয়ে সোনিয়ার কাছে ক্ষোভ জানিয়েছিলেন অমরিন্দর৷ তার পর সিধুকে নিয়ে তাঁর মধ্যে হঠাৎ এই পরিবর্তন নজর কেড়েছে রাজনৈতিক মহলের৷ যে অমরিন্দর এতদিন সিধুর ক্ষমা চাওয়ার দাবিতে অনড় ছিলেন সেই তিনি হঠাৎ মত বদল করলেন কেন? তাহলে কি সিধুর চিঠিই মোড় ঘুরিয়ে দিয়েছে?