নয়াদিল্লি: করোনার আতঙ্ক কাটিয়ে বর্ষাকালীন অধিবেশনের জন্য তৈরি হচ্ছে সংসদ৷ মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রকের ক্যাবিনেট কমিটি জানিয়ে দেয়, জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে সংসদ চালু করা যেতে পারে৷
আরও পড়ুন: জুলাইয়ের মধ্যে এক দেশ এক রেশন চালুর নির্দেশ
নিয়ম অনুযায়ী, জুলাই মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয় বর্ষাকালীন অধিবেশন৷ মঙ্গলবার ক্যাবিনেট কমিটি জুলাই মাসের ১৯ থেকে অগস্টের ১৩ তারিখ পর্যন্ত অধিবেশন চালু রাখার প্রস্তাব দিয়েছে৷ করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই কমে এসেছে৷ বিশেষজ্ঞদের মতে, কমিটির সুপারিশ মেনে সংসদ চালু করার পথেই হাঁটতে পারে সরকার৷ এর আগে সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ পটেলও জানিয়েছিলেন, জুলাই মাসের মাঝামাঝি সময়েই বর্ষাকালীন অধিবেশন চালু করতে চায় সরকার৷
অতিমারীর কারণে এর আগের অধিবেশনগুলো কাঁটছাট করতে বাধ্য হয়েছিল সরকার৷ পরবর্তী অধিবেশনের দিন স্থির না করেই ২৫ মার্চ বন্ধ হয়ে যায় সংসদ৷ সংবিধানের নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ছ’মাসের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতেই হবে সরকারকে৷ ১৪ সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হবে৷ তার আগেই অধিবেশন শেষ করতে চায় সরকার৷
আরও পড়ুন: ট্যুইটারের ভারতীয় এমডি’র নামে এফআইআর
গত বছর কোভিড পরিস্থিতির কারণে অল্প দিনের জন্য বসে তিনটি অধিবেশন৷ জুলাই মাসে বর্ষাকালীন অধিবেশন বসার কথা হলেও তা শুরু হয় সেপ্টেম্বরে৷ বাদ দেওয়া হয় প্রশ্নোত্তর পর্ব৷ সরকারি সূত্রে খবর, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এবার বর্ষাকালীন অধিবেশন পিছিয়ে সেপ্টেম্বরে করতে নারাজ কেন্দ্র৷ তবে পূর্ণ সময়ের জন্য অধিবেশন বসতে নাও পারে৷ গত বারের মতো সমস্ত কোভিড প্রোটোকল মেনেই বসবে অধিবেশন৷ অধিকাংশ সাংসদই টিকার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন৷