ওয়েব ডেস্ক: চলন্ত বাসে (Bus Incident) আগুন ধরে মৃত্যু হল পাঁচ জনের। ঘটনাটি ঘটেছে বিহার থেকে দিল্লি (Bihar to Delhi) যাওয়ার পথে লখনউয়ের (Lucknow Incident) মোহনলালগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে যাত্রীদের ঘুমানোর সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
তবে অভিযোগ উঠছে, প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার কথা বাসের চালককে জানালেও বাস না থামিয়ে এগিয়ে নিয়ে যায়। যে কারণে, আগুনের ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করে। আর দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পলাতক বাসের চালক এবং কন্ডাক্টর। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় বাসটি। তারপরেই বাসের চালক ও কন্ডাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বাসের দরজা বন্ধ থাকায় ভিতরেই আটকে পড়েছিলেন যাত্রীরা। যাত্রীদের মধ্যে অনেকেই প্রাণ বাঁচানোর জন্য বাসের জানলা ভেঙে লাফ দেন। তবে কয়েকজন বাসের পিছনের দিকে আটকে পড়ায় আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁদের। মৃতদের তালিকায় রয়েছে দুই মহিলা, দুই শিশু এবং একজন পুরুষ।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আজকের মতো মুলতুবি ওয়াকফ মামলা, এরপর কী হবে?
লখনউ দক্ষিণের ডেপুটি পুলিশ সুপার নিপুণ আগরওয়াল জানিয়েছেন, একটি স্লিপার বাসে আগুন লেগেছে বলে খবর আসে বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মোহনলালগঞ্জ থানায়। বিহারের বেগুসরাই (Begusarai) থেকে দিল্লির দিকে যাচ্ছিল ওই বাসটি। ঘটনায় পাঁচজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আঘাত পেয়েছেন। পরে দমকল চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।