লখনউ: আজ বুধবার কুশিনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই উপলক্ষে শ্রীলঙ্কা থেকে ১৩০ জনের প্রতিনিধি দলকে নিয়ে উত্তরপ্রদেশে আসতে চলেছেন ক্যাবিনেট মন্ত্রী নামাল রাজাপক্ষে৷ একাধিক মন্ত্রী এবং সরকারি কর্তারা ছাড়াও ওই প্রতিনিধি দলের সঙ্গে ভারতে আসছেন বৌদ্ধ সন্ন্যাসীরা৷ কলম্বো থেকে উড়ে আসা এই বিমানটি প্রথম অবতরণ করবে কুশিনগর বিমানবন্দরে৷
আরও পড়ুন: লখিমপুরের হিংসা নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে পিটিশনের শুনানি
কুশিনগর বিমানবন্দরের উদ্বোধনের পর উত্তরপ্রদেশে বিমানবন্দরের সংখ্যা বেড়ে হবে তিন৷ এই কুশিনগরের সঙ্গে জড়িয়ে রয়েছে বৌদ্ধ সংস্কৃতি৷ তাই এই বিমানবন্দর চালুর পর দেশ-বিদেশের বৌদ্ধ তীর্থযাত্রীদের আনাগোনা সেখানে বাড়বে বলে আশাবাদী যোগী সরকার৷ বিমানবন্দরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ তিনি ছাড়াও উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ মঙ্গলবার টুইট করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লিখেছিলেন, বিশ্বের ৫৩.৫ কোটি বৌদ্ধ তীর্থযাত্রীরা এবার ভারতের বৌদ্ধ জায়গাগুলির সঙ্গে সহজেই জুড়তে পারবেন৷ কুশিনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যা গোটা দেশের কাছে গর্বের বিষয়৷ ঐতিহাসিক মুহূর্তের শুরু হতে চলেছে৷
৩৬০০ স্কোয়ার কিমি জায়গা জুড়ে ২৬০ কোটি ব্যয়ে তৈরি হয়েছে কুশিনগর বিমানবন্দরটি৷ বুধবার সকালে প্রথম উড়ানটি নামবে কলম্বো থেকে৷ ওই উড়ানেই শ্রীলঙ্কা থেকে আসছেন ১৩০ জন প্রতিনিধি৷ যাঁদের মধ্যে ১০০ জনই বৌদ্ধ সন্ন্যাসী৷ এছাড়া আসছেন শ্রীলঙ্কা পাঁচ মন্ত্রী৷ আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ছেলে যুব ও ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপক্ষে৷
"Buddha’s relics, Mahasangha and Sri Lanka Cabinet minister Namal Rajapaksa depart on inaugural international flight to Kushinagar (Uttar Pradesh)," tweets High Commission of India in Colombo pic.twitter.com/quz9fl3pKN
— ANI (@ANI) October 20, 2021
আরও পড়ুন: বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাল আইএমডি
দেশ-বিদেশের বৌদ্ধ তীর্থযাত্রীদের কাছে কুশিনগর অত্যন্ত পবিত্র জায়গা৷ এখানেই মহাপরিনির্বাণ অর্থাৎ মুক্তি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ৷ তাছাড়া ভারতের বৌদ্ধ স্থানগুলির মধ্যে কুশিনগর হল সেন্ট্রাল সার্কিট৷ মানে লুম্বিনী, বুদ্ধগয়া, সারনাথ, শ্রবস্তী, রাজগির এবং বৈশালীর মত বৌদ্ধ স্থানগুলির মধ্যবর্তী জায়গা হল কুশিনগর৷ আন্তর্জাতিক এই বিমানবন্দর তৈরির পর বৌদ্ধ তীর্থযাত্রীরা এখন সহজেই খুশিনগর আসতে পারবেন বলে জানিয়েছেন যোগী প্রশাসনের কর্তারা৷ প্রশাসনের আশা, এর ফলে বৌদ্ধ তীর্থযাত্রীদের সংখ্যা বাড়বে৷ শ্রীলঙ্কা, জাপাল, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর থেকে পর্যটকরা আসবেন৷ এতে পর্যটনের বিকাশ হবে৷ কর্মস্থান বাড়বে৷ ফলে এলাকার আরও উন্নয়ন হবে৷