কলকাতা টিভি ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে (UP Election) দ্বিতীয় দফার জন্য ৫১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল বহুজন সমাজ পার্টি (BSP)। যোগীরাজ্যে দ্বিতীয় দফায় ভোট হচ্ছে ৫৫টি আসনে। বাকি চার আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে। শনিবার দলের সর্বোচ্চ নেত্রী মায়াবতী (Mayawati ) প্রার্থী তালিকা ঘোষণা করেন।
এবারের ভোটে বিএসপির স্লোগান, ‘হর পোলিং বুথ কো জিতানা হ্যায়, বিএসপি কো সত্তা মে লানা হ্যায়।’ সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা ঘোষণা করে মায়াবতী বলেন, ‘দলের কর্মীরা এবার কঠোর পরিশ্রম করে ২০০৭ সালের মতো বিএসপিকে ( Bahujan Samaj Party ) রাজ্যের ক্ষমতায় আনবে বলে আমি বিশ্বাস করি।’ ১৫ জানুয়ারি বিএসপি প্রথম দফার ভোটের তালিকা প্রকাশ করে।
উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly elections) বিএসপি এবার একাই লড়াই করছে।সমাজবাদী পার্টি বা কংগ্রেস, কারও সঙ্গেই সমঝোতায় যায়নি। মায়াবতীর ভূমিকা এবং বিজেপি সম্পর্কে মায়াবতীর নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের অভিযোগ, বহিনজির দল এবার বিজেপিকে সুবিধা করে দেবে।যদিও মায়াবতী ওই অভিযোগ মানতে নারাজ।
১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে যে ৫৮টি আসনে ভোট হবে, তাতেই বিএসপির ভূমিকা অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। সমাজবাদী পার্টি এবার তথাকথিত বড় দলকে ছেড়ে একাধিক ছোট দলের সঙ্গে জোট বেঁধেছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশের বিশেষ নজর এবার মুসলিম এবং দলিত ভোটের দিকে।
আরও পড়ুন- Beating Retreat: বিটিং দ্য রিট্রিট থেকে ফের বাদ গান্ধীর প্রিয় ‘Abide With Me’
প্রথম দফার ভোটে ৫৮টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোক দলের জোট ১৩ জন মুসলমান প্রার্থীকে দাঁড় করিয়েছে। ওই ৫৮টি বিএসপির আসনে মুসলিম প্রার্থী ১৭ জন। অন্তত ৮টি আসন বিএসপি এবং এসপির মুসলিম প্রার্থী এঁকে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ৫৮টি কেন্দ্রে বিজেপির কোনও সংখ্যালঘু প্রার্থী নেই। বিজেপি দাবি করছে, ওই আসনগুলিতে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাওয়ার ফলে তারাই সুবিধা পাবে।