লখনউ: এক যুগ আগে বিজেপি নেত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল কংগ্রেসের নেতাকর্মীরা। সেই ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তি পরে যোগ দেন বহুজন সমাজবাদী পার্টি(BSP)তে। সেই ব্যক্তিকেই দলে স্বাগত জনাল ভারতীয় জনতা পার্টি(BJP)। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সেই নেত্রী।
আরও পড়ুন- গণেশ মন্দির ভাঙার ঘটনায় পাক কূটনীতিককে ডেকে পাঠাল ভারত
আলোচিত বিজেপি নেত্রী হলেন তীতা বহুগুনা জোশী। যিনি এই মুহূর্তে এলাহাবাদের সাংসদ। আর বিজেপিতে যোগ দেওয়া ওই ব্যক্তির নাম জীতেন্দ্র সিং বাবলু। যিনি বিএসপি দলে ছিলেন। হাতির প্রটিকে জিতে বিধায়কও হয়েছিলেন। বুধবার লখনউতে দলের উত্তরপ্রদেশ বিজেপির দফতরে গেরুয়া নামাবলী চাপিয়ে নেন তিনি।
আরও পড়ুন- হাসপাতালে অসুস্থ তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, তীব্র চাঞ্চল্য
দলের নবাগত সদস্যকে স্বাগত জানান উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং। বিষয়টি জানার পরেই ক্ষোভ প্রকাশ করেন সাংসদ রীতা বহুগুনা জোশী। যদিও তিনি দাবি করেছেন বাবলুর কীর্তির কথা দল এখনও জানে না। সেগুলো জানলে কখনই বিজেপি তাঁকে স্বাগত জানাবে না।
আরও পড়ুন- অসুস্থ বৃদ্ধা মাকে প্লাস্টিকে মুড়ে রাস্তায় ফেলে পালাল ছেলেমেয়েরা
সাংসদ রীতা বললেন, “২০০৯ সালে লখনউয়ে অবস্থিত আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল বাবলু। তখন ও কংগ্রেস করতো। পুলিশের তদন্তেও বাবলুকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।” এই অপরাধীকে দলে স্বাগত জানানো নিয়ে উষ্মা প্রকাশ করেও রীতাদেবী বলছেন, “আমার স্থির বিশ্বাস বাবলুর গুণের কথা দল জানে না। সব লুকিয়ে গিয়েছে বাবলু। জানলে দল ঠিকই ব্যবস্থা নেবে। দলের প্রতি আমার বিশ্বাস আছে।”
আরও পড়ুন- চীন-পাকিস্তান থাকলেও আফগান বিষয়ক বৈঠকে রাশিয়ার আমন্ত্রণ পেল না ভারত
বাবলুর বিজেপি যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সাংসদ রীতা বহুগুনা জোশী। ওই বাহুবলী ব্যক্তির যাতে বিজেপির সদস্যপদ বাতিল হয়ে যায় সেই বিষয়েও দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানাবেন বলে মন্তব্য করেছেন রীতাদেবী। ২০০৯ সালে তাঁর বাড়িতে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তখন ওই রাজ্যের বিএসপির শাসন ছিল। মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী।