ওয়েবডেস্ক- সাম্প্রতিক সময়ের ইতিহাসে ‘অপারেশন সিঁদুর’ (Opertaion Sindur) সবচেয়ে বড় উল্লেখযোগ্য সামরিক অভিযান। এই অভিযানে সাফল্যে গর্বিত গোটা দেশ। এবার সেই অভিযানের সাফল্যকে শ্রদ্ধা জানাতে সাম্বা সেক্টরে (Samba sector) বিএসএফের (BSF) পোস্টের নাম ‘সিঁদুর’- (Sindur) এর নামে নামকরণের প্রস্তাব।
এক সাংবাদিক বৈঠকে বিএসএফের আইজি জম্মু ফ্রন্টিয়ার শশাঙ্ক আনন্দ (BSF IG Jammu Frontier Shashank Anand) বলেন, সীমান্তবর্তী গোলাগুলির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একজন ভারতীয় সেনা নায়েক সহ তিন জওয়ান শহিদ হয়েছেন। ১০ মে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান। পাক সেনার সেই হিংসাত্মক হানায় শহিদ হয়েছেন ভারতের তিনজন জওয়ান। পাকিস্তান আমাদের পোস্টগুলিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এই হামলায় বিএসএফ সাব ইন্সপেক্টর মুহাম্মদ ইমতিয়াজ, কনস্টেবল দীপক কুমার ও ভারতীয় সেনার নায়েক সুনীল কুমার শহিদ হন।
আরও পড়ুন- ‘অপারেশন সিঁন্দুর’ গভীর রাতে কন্ট্রোল রুমে নজরদারিতে তিনবাহিনীর প্রধান, প্রথম ছবি প্রকাশ্যে
বিএসএফের আইজি বলেন, আমাদের আবেদন দুটি পোস্টের নাম দুই শহিদ জওয়ান ও সাম্বা সেক্টরে অপর একটি পোস্টের নাম ‘সিঁন্দুর’ নামে করার জন্য। আইজি আনন্দ অপারেশন সিঁন্দুরের সময় সামনের থেকে লড়াই করা মহিলা কর্মীদেরও প্রশংসা করেন। আইজি বলেন, বিএসএফ মহিলা জওয়ানরা যেভাবে সিঁন্দুর অপারেশনে লড়াই করেছেন, তাঁদের সেই বীরত্ব, লড়াইকে কুর্নিশ জানাই। আমাদের সাহসী মহিলা কর্মী, সহকারি কমান্ড্যান্ট নেহা ভান্ডারী একটি ফরোয়ার্ড পোস্টের কমান্ডার ছিলেন, কনস্টেবল মনজিত কৌর, কনস্টেবল মালকিত কৌর, কনস্টেবল জ্যোতি, কনস্টেবল শম্পা, কনস্টেবল স্বপ্না এবং অন্যান্যরা এই অভিযানের সময় পাকিস্তানের বিরুদ্ধে ফরোয়ার্ড পোস্টে লড়াই করেছিলেন।
এদিন আইজি নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসীদের সম্ভাব্য অনুপ্রবেশের তথ্যও উল্লেখ করেন। সন্ত্রাসীরা তাদের লঞ্চ প্যাড এবং ক্যাম্পে ফিরে আসছে এবং নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমা বরাবর সম্ভাব্য অনুপ্রবেশ সম্পর্কে আমরা অনেক তথ্য পাচ্ছি। তবে বিএসএফ সতর্ক আছে।
আইজি বলেন শশাঙ্ক আনন্দ বলেন, ৯ মে পাকিস্তান আমাদের বেশ কয়েকটি পোস্ট লক্ষ্য করে সেখানে মর্টার হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল আমাদের গ্রাম আব্দুলিয়ান। আমাদের জওয়ানরা উপযুক্ত জবাব দিয়েছে।
দেখুন আরও খবর-