ওয়েবডেস্ক: দীর্ঘ লড়াইয়ের অবসান। ২২ দিনের চাপানউতোরের পরে দেশে ফিরলেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw) । স্বামীর জন্য পথ চেয়ে বসে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী (Rajani) । অপেক্ষায় জওয়ানের রিষড়ার (Rishra) পরিবার।
আজ বুধবার পাকিস্তান (pakistan) থেকে মুক্তি পেলেন পূর্ণম। জওয়ানের বাড়ি ফেরা ভারতের জয়। সকাল দশটা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন রিষড়ার বিএসএফ জওয়ান। গত ২৩ এপ্রিল পাক রেঞ্জার্স বন্দি করে তাঁকে। তার পর থেকে পাকিস্তানে বন্দি অবস্থায় ছিলেন তিনি।
প্রসঙ্গত, পঞ্জাবের পঠানকোটের ফিরোজপুরে কর্মরত ছিলেন পূর্ণম। পহেলগামে জঙ্গি হানার ঘটনা ঘটে ২২ এপ্রিল । তার ঠিক পরের দিন ২৩ এপ্রিল ভুল করে শারীরিক ক্লান্তিতে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েন পূর্ণম। একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হন তিনি।
আরও পড়ুন: দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ভিআর গাভাই
তখন থেকেই বন্দি তিনি। দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হলেও কোনও সুরাহা হয়নি। স্বামীর চিন্তায় স্বামীর কর্মস্থল পাঠানকোটে যান পূর্ণমের স্ত্রী। কিন্তু বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আশ্বাস নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি।
১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারের আশা ছিল, সম্ভবত শীঘ্রই পূর্ণম মুক্তি পাবেন। যুদ্ধ বিরতির চারদিন পর দেশে ফিরলেন পূর্ণম। বিএসএফ কনস্টেবল পূর্ণমের রিষড়ার বাড়িতে রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা মা, নিজের আট বছরের ছেলে সহ তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। পূর্ণমকে ফেরাতে যথা সাধ্য চেষ্টা চালিয়ে গেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চারদিনের মাথায় পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন পূর্ণম।
দেখুন্ন অন্য খবর-