ওয়েব ডেস্ক : প্রযুক্তিগত ত্রুটি। তার জেরে কেরলের (Kerala) তিরুঅনন্তপুরম বিমানবন্দরে এখনও দাঁড়িয়ে ব্রিটিশ এফ-৩৫বি (British F-35) যুদ্ধবিমান। তবে অবশেষে যুদ্ধাবিমানটিকে দ্রুত ব্রিটেনে পাঠানো হচ্ছে বলে খবর। সূত্রের খবর, এয়ারলিফ্ট করে ব্রিটেনে নিয়ে যাওয়া হতে পারে যুদ্ধবিমানটিকে। এর জন্য বিমানের বিভিন্ন অংশ ভাঙা হতে পারে বলে খবর।
পেরিয়ে গিয়েছে দু’সপ্তাহের বেশি সময়। কেরলের তিরুঅনন্তপুরম(Thiruvananthapuram) বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমান। জানা গিয়েছিল, সম্প্রতি ভারত মহাসাগরে একটি যৌথ মহড়ায় যোগ দিয়েছিল যুদ্ধবিমানটি (Fighter Jet)। সেই মহড়া চলাকালীন ভারত মহাসাগরের উপর থেকে ওড়ার সময় জ্বালানির দরকার পড়ে। সেই সময় কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। কিন্তু অবতরণের পর আর বিমানটি আকাশে উড়তে পারেনি। জানা গিয়েছিল, বিমানটির হাইড্রোলিকে কিছু সমস্যা রয়েছে। তার পরে ১৪ দিন ধরেই রানওয়েতেই দাঁড়িয়েছিল ব্রিটেনের ওই বিমানটি।
আরও পড়ুন : ৪৮ ঘণ্টার মধ্যে ভারত-আমেরিকার মধ্যে হতে চলেছে অন্তবর্তী বাণিজ্যচুক্তি!
এর পরে নিজেদের বিমান মেরামতের জন্য ব্রিটেন থেকে ৪০ সদস্যের দল পাঠিয়েছিল ব্রিটেন (Britain)। অনেক পরীক্ষানিরীক্ষার পরেও বিমানটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি তারা। সেই কারণে বিমানটিকে ব্রিটেনে নিয়ে যেতে চান তারা। সূত্রের খবর, বিমানের হাইড্রোলিকে সমস্যা রয়েছে। আর এই সমস্যা যেকোনও বিমানের বড়। সেই কারণে ব্রিটেনে নিয়ে গিয়ে বিমানটির পরীক্ষানিরীক্ষা করতে চায় ওই দল।
প্রসঙ্গত, হাইড্রোলিকের সমস্যা যেকোনও বিমানের জন্য অনেক বড় সমস্যা। হাইড্রোলিকের ফলে পাইলট বিমানের ল্যান্ডিং গিয়ার, ব্রেক এবং জেটটির উড়ান নিয়ন্ত্রণ করেন।
দেখুন অন্য খবর :