উত্তরপ্রদেশ: ব্ল্যাড প্রেসার থেকে শুরু করে ইসিজি পর্যন্ত ২০ টি স্বাস্থ্য প্যারামিটার (Health Parameters) মাত্র সাত মিনিটের মধ্যে চেক করতে পারবে স্বাস্থ্য এটিএম (Health ATM)। ভাবছেন, কী করে সম্ভব? উত্তরপ্রদেশে (UttarPradesh) যোগী আদিথ্যনাথের সরকার এই এটিএম পরিষেবা চালু করতে চলেছে শীঘ্রই। ঠিক ব্যাঙ্কের এটিএম (ATM) মেশিনের মতো দেখতে এই স্বাস্থ্য এটিএমএর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন যোগী রাজ্যের বাসিন্দারা। প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য গ্রামীণ এবং শহরতলি এলাকায় ৪০০০-এর বেশি এই জাতীয় এটিএম স্থাপন করা হবে। উত্তরপ্রদেশের ১০০ টি ব্লকে প্রথম স্বাস্থ্য এটিএম চালু হবে। এই মেশিনএরন মাধ্যমে প্যাথলজিক্যাল পরীক্ষা করা যাবে। শুধু তাই নয় এটিএম থেকে মিলবে বিনা পয়সার ওষুধও।
কী কী পরীক্ষার সুযোগ মিলবে এই এটিএম মেশিন থেকে?
এটিএমের সাহায্যে কোনও রোগী সুগার, ব্ল্যাড প্রেসার, হার্টবিট, শারীরিক তাপমাত্রা, জ্বর, ওজন, উচ্চতা, ফ্যাট, শরীরে অক্সিজেনের মাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলি করিয়ে নিতে পারবেন। দরকার হলে এটিমের মাধ্যমে ডাক্তারের সঙ্গেও রোগীরা কথা বলতে পারবেন।
কী ভাবে এটিএম স্বাস্থ্য পরিষেবা দেবে?
মেশিনটি দেখতে ব্যাঙ্কের এটিএমের মতোই। ঠিক যেভাবে ব্যাঙ্কের এটিএমে বিভিন্ন অপশন দেওয়া থাকে, হেলথ এটিএমেও সেধরনের অপশন থাকবে। রোগী টাচ স্ক্রিনে সেই অপশনে হাত ছোঁয়ালেই পরবর্তী নির্দেশ চলে আসবে। পরীক্ষার সমস্ত রিপোর্ট চলে আসবে রোগীর হোয়াটসঅ্যাপে। এছাড়া ই-মেল এবং এসএমএসের মাধ্যমেও রিপোর্ট জানা যাবে।
ইন্ডিয়া হেলথ লিংক (IHL) এর সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ স্বদীপ শ্রীবাস্তব বলেন, স্বাস্থ্য এটিএম ভারতে প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিকাঠামোর শূন্যতা পূরণে সাহায্য করবে। তিনি আরও বলেন, ডায়াগনস্টিক সেন্টারের অভাবের কারণে সাধারণ মানুষকে কয়েক কিলোমিটার দূরে জেলা হাসপাতালে পৌঁছতে হয়। এমনকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও অনেক সময় ডাক্তার পাওয়া যায় না। সেগুলিতে পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজনীয় যন্ত্রপাতিরও অভাব রয়েছে। এই পরিস্থিতিতে এই ধরনের এটিএমগুলি খুবই সাহায্য করবে।
উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, স্বাস্থ্য এটিএম প্রাথমিকভাবে ১০০ টি ব্লকে বসানো হবে। পিএইচসি-এর ডিরেক্টর ডাঃ সিপি কাশ্যপ বলেন, এই এটিএমগুলি হেলথ সেন্টার এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বসানো হবে। গ্রামের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই এটিএম পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাঃ কাশ্যপ আরও জানান, এই মেশিনের দাম প্রায় ৫ লক্ষ টাকা।