ভারতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। COP26 জলবায়ুর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। এই বিষয়ে মঙ্গলবার ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়েছেন বরিস জনসন। তিনি শীঘ্রই ভারতে আসবেন।
COP26 জলবায়ুর শীর্ষ সম্মেলনে সোমবারের বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে অন্যান্য দেশের মন্ত্রী ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। সেখানেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রণ জানান মোদি। জনসন জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভারতে আসবেন তিনি। এর আগেও একবার ভারতে আসার আমন্ত্রণ পেয়েছিলেন বরিস জনসন। জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের দিন তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় ব্রিটেনের উপর করোনা প্রকোপের কারণে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। এরপর এপ্রিল মাসে বরিস জনসনের আসার কথা ছিল ভারতে। কিন্তু তখন ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে সেবার ফের ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারতে আসার পরিকল্পনা বাতিল হয়ে গেছিল।
COP26 সম্মেলন এত ভাল ভাবে আয়োজন করার জন্য মোদি ধন্যবাদ জানিয়েছেন বরিসকে। কয়েক মাস আগেও করোনার টিকা কোভিশিল্ডকে ব্রিটেনে মান্যতা দেওয়া না হলে ভারত ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কে চিড় ধরেছিল। ব্রিটেন সরকার জানিয়েছিল, কোভিশিল্ড নিয়ে যারা ভারত থেকে ব্রিটেন যাবে, তাঁদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। কিন্তু সোমবারের COP26 সম্মেলনে দুই দেশের মধ্যে এই বিষয়টি নিয়ে কোনও রকম কোনও আলোচনা হয়নি, যার প্রমাণ স্বরূপ বরিস জনসনকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।