নয়াদিল্লি: করোনার প্রিকশন ডোজ বা বুস্টার শট (Booster dose new guideline) নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health)। করোনায় আক্রান্ত হলে, কবে বুস্টার (Covid vaccine) ডোজ নেওয়া যাবে, তা নিয়ে ধন্দ বাড়ছিল। শুক্রবার কেন্দ্রের তরফে (covid vaccination new guideline) পাঠানো নয়া গাইডলাইনে বলা হয়েছে, প্রিকশন ডোজ বা বুস্টার শট নেওয়ার আগে কেউ করোনায় আক্রান্ত হলে, সুস্থ হয়ে ওঠার পর তাঁকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শুধু প্রিকশন ডোজ নয়, কোভিডের অন্যান্য ডোজ নেওয়ার ক্ষেত্রেও একই নির্দেশ মনে চলতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব ও মিশন ডিরেক্টর বিকাশ শীল শুক্রবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে চিঠি দিয়েছেন।
The Additional Secretary & Mission Director NHM writes a letter to states and UT's that if a beneficiary tests positive then all vaccination including precaution dose to be deferred by 3 months after recovery. pic.twitter.com/bQvW9scGpn
— ANI (@ANI) January 22, 2022
চিঠিতে বলা হয়েছে, NTAGI-এর সুপারিশ ও বিজ্ঞানসম্মত নথিপত্রের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ভ্যাকসিন কারা নিতে পারবেন, তা নিয়ে আগেও একই গাইডলাইন ছিল কেন্দ্রের।
কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সক্রিয়তায় ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু হলে, বিশেষজ্ঞদের পরামর্শে প্রিকশন ডোজ দেওয়ার সিদ্ধান্ত হয়। বিদেশের একাধিক সমীক্ষায় দাবি করা হয়, বুস্টার শটে ওমিক্রন ঠেকানো সম্ভব।
শুধু বুস্টার শট নয়, এ-ও দেখা গিয়েছে, কোভিডের টিকা নেওয়া থাকলে, করোনা সহজে কাবু করতে পারছে না। মুম্বই ও দিল্লির বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে যাঁরা আইসিইউতে রয়েছেন, তাঁদের প্রায় ৯০ শতাংশ কোভিডের একটিও টিকা নেননি। তাই থার্ড ওয়েভের মুখে টিকাকরণে গতি বাড়ায় স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন: Journalist arrested at kerala: ঘৃণা-ভাষণের বিরুদ্ধে শো, কেরলে গ্রেফতার সাংবাদিক।
ঠিক হয়, ফ্রন্টলাইন কোভিড যোদ্ধা, স্বাস্থ্যকর্মী, কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্বদের অগ্রাধিকারের ভি্ত্তিতে প্রিকশন ডোজ দেওয়া হবে। সেইমতো জাতীয় কোভিড টিকাকরণ প্রোগ্রামের আওতায় ১০ জানুয়ারি থেকে প্রিকশন শট শুরু হয়েছে। তার আগেই, ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সিদের মধ্যে টিকাকরণও চালু হয়েছে।
কেন্দ্রের নির্দেশিকায় এটাও বলা হয়েছে, কোভিডের দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস, অর্থাৎ ৩৭ সপ্তাহ পর প্রিকশন ডোজ নেওয়া যাবে, তার আগে নয়।