মুম্বই: বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিয়ান খান (Aryan Khan)। ২৫ দিন পর তাঁর জামিন মঞ্জুর করেছে বম্বে হাই কোর্ট। তবে জামিন পেলেও আপাতত আর্থার রোড জেলেই রয়েছেন শাহরুখ-গৌরীর বড় ছেলে। আরিয়ান ছাড়াও জামিন পেয়েছেন মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্ট।
শুক্রবার বম্বে হাই কোর্ট তাঁদের জামিনের জন্য বেশ কয়েকটি শর্ত দিয়েছে-
১) প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জমা দিতে হবে।
২) যে অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়েছিল, সেই জাতীয় কোনও অপরাধ করা যাবে না।
৩) আগাম অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না।
৪) বিশেষ আদালতে অবিলম্বে পাসপোর্ট জমা দিতে হবে।
৫) সাক্ষীদের কোনও ভাবেই প্রভাবিত করা যাবে না।
আরও পড়ুন: ২৫ দিন পর জামিন পেলেন আরিয়ান, আজই ফিরতে পারছেন না মন্নতে
৬) অভিযুক্তরা মাদক মামলার বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না।
৭) মুম্বইয়ের বাইরে যেতে হলে তদন্তকারী অফিসারকে গন্তব্য ও গতিবিধি সম্পর্কে যাবতীয় বিষয় জানাতে হবে।
৮) প্রতি শুক্রবার এনসিবির মুম্বইয়ের দফতরে সকাল ১১টা থেকে দুপুর ২-টোর মধ্যে হাজিরা দিতে হবে।
৯) কোনও শর্ত লঙ্ঘিত হলে আদালতে জামিন বাতিল করার আবেদন জানাতে পারে এনসিবি।
১০) জরুরি কারণ ছাড়া কোনও ভাবেই কোর্টে হাজিরা এড়ানো যাবে না।
১১) এনসিবি ডাকলেই হাজিরা দিতে হবে।
আরও পড়ুন: লোকাল ট্রেন চালুর নির্দেশ রাজ্য সরকারের
৩ অক্টোবর মাদক সহ গ্রেফতার করা হয় আরিয়ানকে। সে দিন কর্ডেলিয়া ক্রুজ নামে এক প্রমোদতরীতে একটি মিউজিক্যাল সফরের আয়োজন করা হয়েছিল। পনেরোশো যাত্রী নিয়ে মুম্বই থেকে গোয়া রওনা হয়েছিল ওই বিলাসবহুল প্রমোদতরী। ওই প্রমোদতরণীতে ড্রাগ-মজুতের আগাম খবর যায় এনসিবির কাছে।
সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ১১ জনকে আটক করে এনসিবি। টানা জেরার পর আরিয়ান সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। আরিয়ানের কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ৫ গ্রাম মেফেড্রোন ও ২২টি এমডিএমএ (একস্ট্যাসি) পিলস উদ্ধার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা।