মুম্বই : দু দশক পর আফগানিস্তানে ফিরে এসেছে তালিবান। ফের সন্ত্রাসের শাসনের দখলে থাকা পাকিস্তানের উদ্বেগজনক ছবি সামনে আসছে। তালিবানের আফগানিস্তান দখলের প্রতিবাদ করতে গিয়ে টুইট করে এবার বিতর্কের জড়ালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর দাবি, সুদূর আফগানিস্তানের মতো ভারতেও প্রচ্ছন্ন ধর্মীয় সন্ত্রাস চলছে। আফগানিস্তানে তালিবানি শরিয়াতি শাসনের সঙ্গে তুলনা করে তিনি লেখেন “ হিন্দুত্বের সন্ত্রাসেও ভাল থাকতে পারি না , সেখানে তালিবানের সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। তালিবান সন্ত্রাস নিয়ে যখন স্থির থাকতে পারছি না তখন হিন্দুত্বের সন্ত্রাস নিয়েও প্রতিবাদ জানানো উচিত্।” অভিনেত্রীর বিস্ফোরক টুইট নজরে আসতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের একাংশ। অভিনেত্রীকে মন্তব্যের জন্য গ্রেফতারের দাবি জানানো হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন :ইতিহাস গড়ে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন বি ভি নাগারত্না
তিনি টুইটে লেখেন, “আমাদের মানবিক ও নৈতিকমূল্য কখনই অত্যাচারিত ও নিপীড়িতের ভিত্তিতে গঠন হওয়া উচিত নয়”। তালিবান দখলে যাওয়ার পরেই সন্ত্রাসের সাম্রাজ্য থেকে পরিত্রাণ খুঁজছে মানুষ। বিষয় সম্পত্তি ছেড়ে কোনও রকমে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছে সেখানকার সাধারণ নাগরিক। কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন সামরিক বিমানে উঠে অচেনা দেশে পাড়ি দিচ্ছে আফগানিরা। রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে।
We can’t be okay with Hindutva terror & be all shocked & devastated at Taliban terror.. &
We can’t be chill with #Taliban terror; and then be all indignant about #Hindutva terror!
Our humanitarian & ethical values should not be based on identity of the oppressor or oppressed.— Swara Bhasker (@ReallySwara) August 16, 2021
আইনের শাসনের বদলে সেখানে গোলাবারুদের রাজত্ব শুরু হয়েছে। মহিলা এবং শিশুদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। যুদ্ধভূমির আকাশ পথ এড়িয়ে চলছে বিভিন্ন দেশের অসামরিক বিমান।
আরও পড়ুন: প্রাণ বাঁচাতে বিমান আঁকড়ে পালানোর চেষ্টা, লন্ডনের সাংবাদিকদের পোস্ট ভাইরাল
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে শুরু থেকেই উদ্বিগ্ন বলিউড। সেখানে মহিলাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলিউডের একাধিক অভিনেতা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন। অভিনেত্রী স্বরা ভাস্কর একটি গ্রাফিক্স পোস্ট করে লিখেছেন,’এই ছবিটি বুঝিয়ে দিচ্ছে আফগানবাসীদের যেন কোন হিংস্র বাঘের মুখে ফেলে দেওয়া হয়েছে; বিশেষত মহিলাদের’। আফগানিস্তানের তালিবান শাসনের সঙ্গে দেশের“হিন্দুত্ব সন্ত্রাস” – এর প্রসঙ্গ টেনে আনায় বিতর্ক সৃষ্টি হয়। এর আগেও কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থন করে মোদি সরকারের সমালোচনা করেন অভিনেত্রী। এবার আফগানিস্তানে তালিবানি শাসনের সঙ্গে দেশে হিন্দুত্বের সন্ত্রাসের তুলনা টেনে বিতর্কের মধ্যে জড়ালেন অভিনেত্রী।