জয়পুর: কুয়ো থেকে একই পরিবারের তিন মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে৷ শনিবার রাজস্থানের জয়পুরের একটি কুয়ো থেকে উদ্ধার হয় পাঁচজনের দেহ৷ পুলিস জানিয়েছে, তিন মহিলার পাশাপাশি ওই কুয়ো থেকে দুই শিশুর মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে ৷ একজনের বয়স চার বছর, অন্য জনের বয়স মাত্র ২৭ দিন৷ সন্তানদের নিয়ে তিন মহিলা গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন৷ শনিবার তাঁদের দেহ উদ্ধার হয় বাড়ির কাছে একটি কুয়ো থেকে৷
তবে রহস্য আরও ঘনীভূত হয় উদ্ধার হওয়া মহিলাদের মৃতদেহ নিয়ে৷ পুলিস জানতে পেরেছে, তাঁদের মধ্যে দু’জন অন্তঃসন্ত্বা ছিলেন৷ নিহতরা হলেন কালুদেবী, মমতা এবং কমলেশ৷ মমতা ও কমলেশ গর্ভবতী ছিলেন৷ এঁরা সম্পর্কে বোন হন৷ একই পরিবারের তিন ছেলের সঙ্গে তাঁদের বিয়ে হয়৷ তবে বিয়ের পর থেকে পণের দাবিতে শ্বশুরবাড়িতে তাঁদের উপর অত্যাচর চলত বলে অভিযোগ মেয়ের পরিবারের৷ দু’দিন আগে জামাই ও তাঁদের পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন তিন মেয়ের বাবা৷ তিনি বলেন, ‘গত ২৫ মে কমলেশ ফোন করেছিল৷ বলেছিল, শ্বশুরবাড়িতে আমাদের খুব মারধর করা হচ্ছে৷ আমাদের মেরে ফেলা হতে পারে৷’
পণের দাবিতে তিন বোনকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের৷ শনিবার৷
জেলার এএসপি দীনেশ কুমার শর্মা জানিয়েছেন, শ্বশুরবাড়িতে সেদিনের ঝামেলার পরই তিন বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ বুধবার থেকে পাঁচজন নিখোঁজ ছিলেন৷ তারপর শনিবার সকালে বাড়ি থেকে দু’কিমি দূরে একটি কুয়ো থেকে প্রত্যেকের মৃতদেহ খুঁজে পাওয়া যায়৷ প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পণের জন্য খুন করা হয়েছে৷ পাশাপাশি প্রতিবেশীরাও পুলিসকে জানিয়েছেন, কিছুদিন আগে শ্বশুরবাড়িতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল কালুদেবীকে৷ তাঁর চোখে মারাত্মক চোট লাগে৷ ১৫ দিন পর তিনি বাড়ি ফিরে আসেন৷ তার পর পরই নিখোঁজ হয়ে যান৷ পুলিস তদন্তে নেমেছে৷
আরও পড়ুন: DGCA Fines IndiGo: বিশেষ ভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা, শাস্তির মুখে ইন্ডিগো