লখনউ: পঞ্চায়েত স্তরে নির্বাচন চলছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিভিন্ন জেলায়৷ সেখানেও এড়ানো গেল না সন্ত্রাস৷ নির্বাচন (Election) চলাকালীন রাজ্যের একাধিক জায়গায় দফায় দফায় হিংসার ঘটনা ঘটে৷ তাতে চরমে ওঠে উত্তেজনা৷ বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ পুলিশ৷
আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত আইপিএস অফিসার
এর মধ্যে খবর আসে সংঘর্ষের ঘটনা থামাতে গিয়ে নিগ্রহের শিকার হন এটওয়ার পুলিশ সুপার৷ তাঁকে চড় মারার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ বিরোধীদের অভিযোগ, এক বিজেপি প্রার্থীর গাড়িতে লাঠি, হকি স্টিক খুঁজে পাওয়া যায়৷ ভোট কেন্দ্রের বাইরে সমাজবাদী কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিজেপি কর্মীরা৷ তাদের সরাতে গিয়ে প্রহৃত হন পুলিশ সুপার৷ অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁকে চড় মারেন৷ এতে আরও উত্তেজনা ছড়ায় এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিও চালাতে হয় পুলিশকে৷
एसपी सिटी को गिरा कर मारा जा रहा है. पुलिस भाजपा विधायक से हाँथ जोड़कर कह रही है कि अपने समर्थकों को हटवाइये.
तस्वीरें इटावा के बढ़पुरा ब्लॉक की है, जहाँ बीजेपी कार्यकर्ताओं ने बढ़पुरा के उदी चौराहे पर दर्जनों राउंड फायरिंग.@ranvijaylive @umashankarsingh @ajitanjum pic.twitter.com/9ryHrpqgB1
— Govind Pratap Singh | GPS (@govindprataps12) July 10, 2021
আমরোহা এবং হামিরপুরেও সংঘর্ষে জড়ায় বিজেপি ও সপা কর্মীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে৷ এর মধ্যে এক পুলিশ অফিসারের ফোন কলের ভিডিও ভাইরাল হয়ে যায়৷ ওই পুলিশ অফিসারকে বলতে শোনা যায়, ‘আমাকেও থাপ্পড় মেরেছে৷ এরা(বিজেপি) বোমা নিয়ে এসেছে৷ বিজেপি বিধায়ক ও জেলা সভাপতিও আছেন৷’ বিরোধীদের অভিযোগ, বিজেপির সন্ত্রাসে পুলিশও অসহায় হয়ে পড়েছে৷ সামান্য পঞ্চায়েত স্তরের নির্বাচন জিততে বিজেপি এত সন্ত্রাস করছে৷ পুলিশ কড়া ব্যবস্থা নেওয়ার বদলে বিজেপি নেতাদের সামনে হাত জোর করে কর্মীদের শান্ত হওয়ার অনুরোধ করছে৷ আগামী বছর বিধানসভা নির্বাচন৷ বিরোধীদের অভিযোগ, সেখানে ভয়ঙ্কর খেলা খেলবে গেরুয়া শিবির৷