ওয়েব ডেস্ক: মোদির হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে নির্লজ্জ পাকিস্তান (Pakistan Drone Attack) জম্মুর (Jammu) সাম্বা সেক্টরে ড্রোন হামলার চেষ্টা করল। শুধু জম্মু নয় পঞ্জাবের (Panjab) একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে বলেই সেনা সূত্রে খবর। ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এলাকা।
১০ মে শনিবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি হয়েছিল। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী ঘোষণা করেছিলেন ভারত অস্ত্রবিরতিতে রাজি। তারপরও ওই দিনই রাতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বিশ্বাসঘাতক পাকিস্তান। নিজেদের আসল রূপ দেখিয়ে ভারতের একাধিক জায়গায় ড্রোন হামলা করে। প্রত্যাঘাতে ভারতও যোগ্য জবাব দিয়েছে। ভারত সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, পাকিস্তান হামলা করলে সেনাবাহিনী চুপ করে বসে থাকবে না। পাল্টা প্রত্যাঘাত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কড়া ভাষায় বার্তা দিয়ে জানিয়েছেন ওরা গুলি মারলে, আমরা বোমা মারব। সোমবার জাতীর উদ্দেশে ভাষণে মোদি স্পষ্ট জানান, ভারত সন্ত্রাসবাদ বরদাস্ত করবেনা। কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবেনা। তার কড়া জবাব দেবে সেনা। এর কিছুক্ষণ পরেই ফের নির্লজ্জের মতো হামলা চালালো পাকিস্তান। সূত্রে খবর, জম্মুর সাম্বা এলাকায় ফের সোমবার রাতে ড্রোন হামলা চালিয়েছে। বেশ কিছু জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত
সোমবার সন্ধ্যা সাম্বা এলাকা ফের ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে। এএনআই জানিয়েছে, সেনা সূত্রে দাবি করা হয়েছে বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ড্রোন হামলা নিষ্ক্রিয় করা হচ্ছে। সূত্রের খবর, পঞ্জাবের জলন্ধর-সহ বেশ কয়েকটি এলাকাতেও হামলার চেষ্টা করা হয়েছে। উধমপুরে নর্দান কমান্ড ও এয়ার ফোর্স স্টেশনের উপর ১৫ টি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তা নিষ্ক্রিয় করা হয়েছে। জলন্ধর ও সাম্বায় শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দও।
#WATCH | J&K: Red streaks seen and explosions heard as India’s air defence intercepts Pakistani drones amid blackout in Samba.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/EyiBfKg6hs
— ANI (@ANI) May 12, 2025
দেখুন ভিডিও