মুম্বই: করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে (Covid 19 Third Wave) ফের চোখ রাঙাচ্ছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাস (Black Fungus)। মহারাষ্ট্রের ৭০ বছরের এক বৃদ্ধর শরীরে ধরা পড়ে এই মারণ রোগ। বর্তমানে ওই বৃদ্ধ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
১২ জানুয়ারি শারীরিক দুর্বলতার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির সময় তাঁর শরীরে শর্করার মাত্রা ছিল ৫৩২। চিকিৎসা চলাকালীন সময় রোগী গালে অস্বাভাবিক ব্যাথা অনুভব করেন এবং তাঁর শরীর ফুলতে শুরু করে। ১৫ জানুয়ারি তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্টে ধরা পড়ে তিনি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত।
আরও পড়ুন : Covid vaccination: ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানাল কেন্দ্র
চিকিৎসকদের মতে, রোগীর বর্তমান অবস্থা স্থিতিশীল। তাঁর অ্যান্টি-ফাংগাল চিকিৎসার প্রয়োজন। করোনা রোগীরা বেশি দিন আইসিইউ-তে থাকলে, কিংবা তাঁদের উপরে স্টেরয়েডের ব্যবহার বেশি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এমন ক্ষেত্রে রোগীর শরীরে ব্ল্যাক ফাংগাস ঢুকে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এই ছত্রাক করোনা রোগীদের মধ্যেই শুধু ছড়ায়, এমন নয়। এই রোগের সংক্রমণ দেখা দেয় ডায়াবেটিক ও ক্যানসার আক্রান্তদের মধ্যেও। কোনও মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই রোগের সংক্রমণের আশঙ্কা থাকে।