ওয়েবডেস্ক- পহেলগাম (Pahalgam) কাণ্ডের আবহে এবার নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। অপারেশন সিঁন্দুর-এ (Operation Sindur) পাকিস্তনের (Pakistan) একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। এবার এই অভিযান সম্পর্কে বিদেশমন্ত্রী জয়শঙ্করের মন্তব্যের দিকে আঙুল তুললেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ বলেন, পাক জঙ্গিঘাঁটিগুলিতে আঘাত হানার আগে পাকিস্তানকে জানানো হয়েছিল। এটা অপরাধ। কে এই অধিকার দিয়েছিল? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কংগ্রেস নেতা বলেছেন, ‘অভিযানের শুরুতে পাকিস্তানকে জানানো অপরাধ।
বিদেশমন্ত্রী (S JaiShankar) প্রকাশ্যে স্বীকার করেছেন, কেন্দ্র এটা করেছে। কে এই অধিকার দিয়েছে? এর ফলে আমাদের কতগুলো যুদ্ধবিমান নষ্ট হয়েছে। তিনি এই বিষয়ে জয়শঙ্করের একটি পোস্ট শেয়ার করে একের পর এক অভিযোগ আনেন। রাহুল গান্ধীর এই অভিযোগের পরেই, তার বিরুদ্ধে ভারতের জাতীয় স্বার্থকে ক্ষুন্ন করার অভিযোগ এনেছে বিজেপি।
মঙ্গলবার, ২০ মে, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (BJP IT Cell head Amit Malviya) এক্স হ্যান্ডেলের একটি পোস্টে রাহুল গান্ধীকে ‘আধুনিক যুগের মীর জাফর হিসেবে বর্ণনা করেছেন। একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি ঔপনিবেশিক শক্তির কাছে ভারতীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য পরিচিত। মালব্য আরও দাবি করেন যে, বিদেশমন্ত্রী জয়শঙ্করের সমালোচনা অপারেশন সিন্দুঁরের সময় ভারতীয় বিমানের ক্ষতি সম্পর্কে গান্ধীর মন্তব্যকে পাকিস্তানি মিডিয়া বিভ্রান্তিকর বক্তব্যকে আরও বাড়িয়ে তুলছে।
It is not surprising that Rahul Gandhi is speaking the language of Pakistan and its benefactors. He hasn’t congratulated the Prime Minister on the flawless #OperationSindoor, which unmistakably showcases India’s dominance. Instead, he repeatedly asks how many jets we lost—a… pic.twitter.com/BT47CNpddj
— Amit Malviya (@amitmalviya) May 20, 2025
অতীতেও পাকিস্তানি প্রতিষ্ঠানগুলি আনন্দের সঙ্গে রাহুল গান্ধীর বক্তব্যকে তুলে ধরেছে। সীমান্ত সন্ত্রাসবাদকে মদতদানকারীদের আবরণ হিসেবে কাজ করেছে। অমিত মালব্য প্রশ্ন তোলেন, রাহুল গান্ধীর পরবর্তী পদক্ষেপ কী? নিশান-এ-পাকিস্তান?
আরও পড়ুন-খুলবে না দরজা, হাত মেলাবে না বিএসএফ-পাক রেঞ্জার্স, ‘অপারেশন সিঁন্দুর’ আবহে শুরু রিট্রিট
মালব্য পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের কথা উল্লেখ রাহুলকে নিশানা করে ব্যাঙ্গ করেন।
উল্লেখ্য, ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্য নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, অভিযানের শুরুতে আমরা পাকিস্তানকে একটা বার্তা দিয়েছিলাম। সেখানে জানানো হয়েছে, আমরা জঙ্গিদের ঘাঁটিতে আঘাত হানছি। সামরিক বাহিনীর উপর নয়। কাজেই পাক সামরিক বাহিনীর কাছে নিজেদের দূরে সরানো বা সেখানে হস্তক্ষেপ না করার সুযোগ ছিল। কিন্তু তারা সেই পরামর্শ গ্রহণ করেনি’।
এদিকে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জয়শঙ্করের এই ধরনের বক্তব্যের দাবিকে উড়িয়ে দিয়েছেন। পিআইবি-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, বিদেশমন্ত্রী এমন কোনও মন্তব্য করেননি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, বিদেশমন্ত্রী বলেছিলেন, আমরা শুরুতেই পাকিস্তানকে সতর্ক করেছিলাম।
দেখুন আরও খবর-