নয়াদিল্লি: সময় সীমা পার, এখন সভাপতি ঠিক করতে পাচ্ছে না বিজেপি (Bjp)। ব্যাপক দলীয় কোন্দোলে কেন্দ্রীয় ও রাজ্যের সভাপতি নাম ঠিক করতে পারলো না বিজেপি। এই সমস্যা সমাধানের জন্য আরএসএস প্রধানের সঙ্গে নরেন্দ্র মোদি (Narendra Modi) বৈঠকও করেন। ঠিক ছিল এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে কেন্দ্রীয় সভাপতি সহ বিভিন্ন রাজ্যের সভাপতি ঘোষণা হবে। কিন্তুু এপ্রিল মাস শেষ হতে চলল। এখনও কোনও নাম সর্বসম্মতিক্রমে ঠিক করতে পারছে না বিজেপি।
দিল্লি সূত্রে খবর , নতুন নাম ঘোষণা না হওয়া পর্যন্ত নাড্ডাকে সভাপতির কাজ চালাতে বলা হয়েছে। মোদি অমিত শাহযে নাম দিচ্ছে তা মেনে নিতে পাচ্ছে না আরএসএস। আবার সংঘ যে নাম বলছে তা মোদি অমিত শাহ মেনে নিতে পাচ্ছে না। এই জটে আটকে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সভাপতির নাম । এই রাজ্য আরএসএস যাকে চাইছে , তাকে নিয়ে আপত্তি তুলছে রাজের দু তিন জন নেতা। তারা আবার যে নাম দিচ্ছে , তা আরএসএস মেনে নিতে পাচ্ছে না। সব মিলিয়ে জটিল জটে আটকে বিজেপির সভাপতিদের নাম। মণ্ডল এবং জেলাগুলোয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বাকি কেবল বাংলায় বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন। সেই প্রক্রিয়া পুরোপুরি দিল্লির হাতে। প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় শাসক দলের এমল হাল কেন ?
আরও পড়ুন: বিপর্যস্ত সিকিম, জীবনের ঝুঁকি নিয়ে ২০০ পর্যটককে উদ্ধার সেনার
তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে জঙ্গিদের দমন করা, পাকিস্তান সীমান্তে পরিস্থিতি সামলানো। এ সব ফেলে বাংলায় কাকে দলীয় সভাপতির চেয়ারে বসানো যায়, তা নিয়ে দিল্লিতে দলের সর্বভারতীয় নেতৃত্ব মাথা ঘামানোর ফুরসত পাবেন না বলেই মনে করছে রাজ্য বিজেপির একাংশ। পহেলগামে জঙ্গি হামলার ফলে উদ্ভূত পরিস্থিতি ও ঘটনা পরম্পরার দিকে আপাতত তাঁদের নজর।
দেখুন ভিডিও