মুম্বই: মুম্বইয়ের বিশেষ আদালতের (Mumbai Special court ) নির্দেশে সাময়িক স্বস্তিতে প্রজ্ঞা ঠাকুর (Pragya Thakur) । জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার (extends order) মেয়াদ বাড়াল আদালত।
মুম্বইয়ের বিশেষ আদালত মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করে, আদেশ ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মুম্বাইয়ের NIA আদালত ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ (Malegaon blast) মামলার শুনানি করছে৷ কিন্তু বারই বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজির এড়িয়ে গিয়েছেন বিজেপি নেত্রী।
গত মাসে প্রজ্ঞা ঠাকুরের আইনজীবী আদালতে জানিয়েছিলেন মিরাট হাসপাতালে বিজেপি সাংসদের চিকিৎসা চলছে। ৩০ ডিসেম্বর বা তার আগে আদালতে হাজিরা দিতে পারবেন তিনি। কিন্তু এর পরেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে আসেননি তিনি।
আরও পড়ুন: জাল পাসপোর্টের কারবার রুখতে কড়া অবস্থান রাজ্যের
উল্লেখ্য, আদালত এর আগে ঠাকুরের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিল, তিনি শুনানির দিন বার বার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। গত ২ ডিসেম্বর আদালতকে জানানো হয়, প্রজ্ঞা ঠাকুর বাড়িতে নেই, তিনি মিরাটের হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানাটি অপরিবর্তিত রয়েছে। ৩ ডিসেম্বর প্রজ্ঞার আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল অসুস্থ।
তিনি চিকিৎসার মধ্যে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া তিনি ভ্রমণ করতে পারবেন না। সেই কারণে তিনি ৩০ ডিসেম্বর বা তার আগে আদালতে উপস্থিত থাকতে পারবেন। এর পর ৩০ ডিসেম্বর সোমবার আদালতকে জানানো হয়, প্রজ্ঞা ঠাকুর ভোপাল থেকে মুম্বই আসার বিমানের টিকিট কেটেছেন, কিন্তু তিনি টাইফয়েড, জ্বর সহ পেটে ব্যথা নিয়ে ফিরেছেন।
আইনজীবী জেপি মিশ্র আদালতে বিজেপি সাংসদের একটি মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, ডাক্তারদের পরামর্শ অনুসারে, ২০২৫ সালের ১২ জানুয়ারি প্রজ্ঞা ঠাকুর আদালতে উপস্থিত হতে পারবেন। তার পরেই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেয় আদালত।
দেখুন অন্য খবর:
The post মালেগাঁও মামলায় সাময়িক স্বস্তিতে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর first appeared on KolkataTV.
The post মালেগাঁও মামলায় সাময়িক স্বস্তিতে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর appeared first on KolkataTV.