দিল্লি : দিল্লির যন্তর-মন্তরে মুসলিম বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়-সহ ৬ জন৷ রবিবার মোদির ডাকা ‘ভারত জড়ো আন্দোলন’ উপলক্ষ্যে দিল্লির যন্তর-মন্তরে একটি অনুষ্ঠানে মুসলিম বিরোধী স্লোগান দেন তারা৷
আরও পড়ুন : যন্তর-মন্তরে মুসলিম বিরোধী স্লোগানের ঘটনায় দিল্লি পুলিশের অভিযান
রবিবার যন্তর-মন্তরে অনুষ্ঠানের আয়োজন করে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়৷ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে শোনা গেছে মুসলিম বিরোধী নানা স্লোগান। রবিবার যন্তর মন্তরে অনেককে বলতে শোনা গেছে, হিন্দুস্থানে থাকলে গেলে বলতে হবে জয় শ্রী রাম। এই ঘটনার অভিযোগ দায়ের পর অভিযান শুরু করে দিল্লি পুলিশ৷ মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। এই আন্দোলনের মূল উদ্যোগতা অশ্বিনী উপাধ্যায় ছাড়াও বিনোদ শর্মা, দীপক সিং, বিনিত ক্রান্তি, দীপক এবং প্রীত সিং, এই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যন্তর-মন্তরে এই অনুষ্ঠানের পর অশ্বিনী উপাধ্যাযয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি পুলিশের অনুমতি না নিয়ে জমায়েত করেছেন এবং কোভিড বিধি অমান্য করেছেন৷ কিন্তু এই অভিযোগ থাকা সত্ত্বেও সোমবার সন্ধ্যে পর্যন্ত দিল্লি পুলিশ অশ্বিনী উপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়ে উঠতে পারেনি৷
দিল্লি পুলিশের বক্তব্য ছিল, উদ্যোক্তারা অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়েছিল৷ কিন্তু কোভিড গাইডলাইন্সের জন্য জমায়েতের অনুমতি প্রথমে দেওয়া হয়নি৷ পরে অশ্বিনী উপাধ্যায় জানান, ৫০ জন লোক নিয়ে ছোটো জায়গায় অনুষ্ঠানটি করতে চান৷ সেই মত ব্যবস্থা করা হয়৷ কিন্তু অনুষ্ঠান শুরুর পর দেখা যায়, দলে দলে লোক যোগ দিচ্ছে৷ প্রথমে শান্তিপূর্ণ ভাবেই প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা৷ কিন্তু হঠাৎ স্লোগান দিতে শুরু করেন৷ সকলে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে অশ্বিনী উপাধ্যায় জানিয়েছেন, সেভ ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সংস্থার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি শুধু একজন অতিথি হিসাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি সকাল ১১টা নাগাদ এই অনুষ্ঠানে যোগ দেন এবং ১২টা’য় চলে যান। তিনি তাঁর বক্তব্য লিখিত আকারে দেবেন বলে দিল্লি পুলিশকে জানিয়েছেন।