ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জনজাতি কল্যাণ মন্ত্রী বিজয় সম্প্রতি ইন্দৌরের রামকুণ্ড গ্রামে আয়োজিত একটি সভায় কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিজেপি (BJP) নেতাকে বলতে শোনা যায়, “পহেলগাঁওয়ের জঙ্গির আমাদের বোনেদের সিঁদুর মুছেছিল। আমরা ওদেরই বোনকে পাঠিয়ে বদলা নিয়েছি, ওদের ধ্বংস করে দিয়েছি (অ্যায়সি কি ত্যায়সি কর দিয়া)। ওদের বোনকে পাঠিয়েই ওদের ধ্বংস করে দিয়েছি।”
আরও পড়ুন: কেদারনাথে আছড়ে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, দেখুন কি অবস্থা
সেখানেই থামেননি বিজয়। তিনি আরও বলেন, “ওঁদের বোনকে বিমানে চাপিয়েই ঘরে ঢুকে হামলা চালান মোদিজি। জোরে হাততালি হোক। ওরা আমাদের বোনেদের বিধবা করেছিল, জামাকাপড় খুলে হিন্দুদের মেরেছিল। মোদিজি কাপড় খুলতে তো পারবেন না! তাই ওদের সমাজের বোনকেই পাঠিয়েছেন ওদের উলঙ্গ করতে, ওদের শিক্ষা দিতে।”
Bhopal, Madhya Pradesh: On Minister Kunwar Vijay Shah’s statement about Colonel Sofiya Qureshi, Congress State President Jitu Patwari says, “Yesterday, we urged the BJP, Prime Minister Narendra Modi, and Chief Minister Mohan Yadav to take action, as the statement made by Vijay… pic.twitter.com/bmxSWXFok7
— IANS (@ians_india) May 14, 2025
বিজেপি নেতার মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সমালোচনার ঝড় ওঠে বিরোধী শিবিরেও। কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেসও। তবে বিরোধী শিবিরের কটাক্ষের জবাব দিলেন “কংগ্রেস নিজের কাজ করছে । আমাদের সংগঠন আমাদের কাজ করছে।” তিনি আরও বলেন, “কখনও কখনও জোশের বসে এরকম হয়ে যায়। মুখ ফস্কে গেছে। এইটুকুই হয়েছে। সংগঠন নিজের কাজ করছে। আইনও নিজের কাজ করছে।”
দেখুন আরও খবর: