ইন্দোর: ৬৫ বছর বয়সেও ‘ফিট’ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)৷ প্রমাণ দিলেন ৫৯ বার ডন-বৈঠক (পুশ-আপ) দিয়ে৷ কৈলাস বিজয়বর্গীয়র সেই ডন বৈঠকের ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে৷
শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এলাকার প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়৷ মঞ্চে তিনি ছাড়াও স্থানীয় নেতৃত্ব, তাঁর নিরাপত্তারক্ষী৷ মঞ্চের সামনে কাতারে কাতারে দর্শক৷ তাঁদের অধিকাংশই এক,দুই,তিন…করে গুনছেন৷ তখন মঞ্চে ডন-বৈঠক দিচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্ব প্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ তাঁকে ঘিরে রয়েছেন অনুষ্ঠান সঞ্চালক, নিরাপত্তারক্ষীরা৷ কৈলাসের ডন-বৈঠক ১৫ পেরতেই সংখ্যা গোনার শব্দ বাড়তে থাকতে৷ গোনা শেষ হয় ৫৯ এ৷ গোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই করতালি, উচ্ছ্বাসের শব্দ৷ কেউ কেউ বলছেন বাবাহ…এই বয়সেও সম্ভব!
পুশ-আপ সেরে উঠে দাঁড়াচ্ছেন বিজয়বর্গীয়৷
ডন-বৈঠক শেষে সঞ্চালক কৈলাসের হাতে মাইক্রোফোন তুলে দেন৷ বলতে শুরু করেন তিনি৷ এখানেই ভাইরাল ভিডিয়ো শেষ৷ কিন্তু যারা ভিডিয়ো দেখেছেন, দেখছেন তাঁদের আলোচনা শেষ হতে চাইছে না৷ অনেকেই আবার কোন মন্ত্রে কৈলাস নিজেকে ফিট রাখেছেন, তার উত্তর খোঁজার চেষ্টা করছেন৷ কারণ, কৈলাসের বয়স ৬৫ বছর৷ যদিও পুশ-আপের ভিডিয়ো দেখার তাঁকে বৃদ্ধ বলতে নারাজ নেটিজেনরা৷
আরও পড়ুন-শ্রাবন্তীকে দেখে লালা ঝরছিল…, ফের কৈলাসকে আক্রমণ তথাগতর
১৩ মার্চ ১৯৫৬ সালে ইন্দোরে জন্ম কৈলাসের৷ ১৯৭৫ সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ৷ ১৯৮৩ সালে ইন্দোর পুরসভার মেয়র পদে নির্বাচিত হন৷ তারপর ৬ বার বিধায়ক নির্বাচিত হন৷ তার মধ্যে ১২ বছর মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী ছিলেন৷