লখনউ: জেলা পঞ্চায়েতের পর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ব্লক পঞ্চায়েতের চেয়ারম্যান নির্বাচনে উঠল গেরুয়া ঝড়৷ ৪৭৬টি আসনের মধ্যে ৩৩৫টি আসনে জয় ছিনিয়ে নিল বিজেপি (BJP)৷ বহু আসনে স্রেফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন দলীয় প্রার্থীরা৷ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ধারাবাহিক জয়ে উল্লসিত গেরুয়া শিবির৷ জয়ের কৃতিত্ব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অপরদিকে বিরোধীদের অভিযোগ, বন্দুকের নলে জয় হাসিল করেছে বিজেপি৷ সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিজেপি নেতাদের মুখের হাসি মিলিয়ে যেত৷
उत्तर प्रदेश में ब्लॉक प्रमुखों के चुनाव में भी @BJP4UP ने अपना परचम लहराया है। @myogiadityanath सरकार की नीतियों और जनहित की योजनाओं से जनता को जो लाभ मिला है, वो पार्टी की भारी जीत में परिलक्षित हुआ है। इस विजय के लिए पार्टी के सभी कार्यकर्ता बधाई के पात्र हैं। https://t.co/QZP6u1kjVT
— Narendra Modi (@narendramodi) July 10, 2021
আরও পড়ুন: ‘গলা কেটে নেব’ প্রকাশ্যে হুমকি করনি সেনা প্রধানের, নিরব দর্শক পুলিশ
শনিবার দুপুর ৩টে নাগাদ ব্লক পঞ্চায়েতের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন শেষ হয়৷ তার পর শুরু হয় গণনা৷ ফল ঘোষণা হতে দেখা যায়, লখনউ, কনৌজ, মোরাদাবাদ, সীতাপুর, মুজফফরনগরের মতো জেলা কার্যত গেরুয়াময় হয়ে গিয়েছে৷ আগ্রার ১৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় বিজেপি৷ তবে বহু আসনে কোনও নির্বাচনই হয়নি৷ ৪৭৬টির মধ্যে ৩৪৯টি আসনের ফল আগেই পরিস্কার হয়ে গিয়েছিল৷ ওই আসনগুলিতে কোনও নির্বাচন হয়নি৷ এর মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে ৩৩৪টি আসন৷ সমাজবাদী পার্টি জিতেছে ৭টি আসনে৷
আরও পড়ুন: মোদির-সভায় নব্বই শতাংশ কোটিপতি, বহু ফৌজদারি মামলা
বিধানসভা নির্বাচনের আগে ব্লক পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয়ে ফুরফুরে হাওয়া বইছে গেরুয়া শিবিরে৷ জয়ের জন্য যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানিয়েছেন মোদি-শাহ৷
उत्तर प्रदेश ब्लॉक प्रमुख चुनाव में @BJP4UP को मिली यह भव्य जीत प्रधानमंत्री @narendramodi जी के मार्गदर्शन में योगी सरकार की जनकल्याणकारी नीतियों पर जनता के विश्वास का प्रतिफल है।
इस विजय पर @myogiadityanath जी, @swatantrabjp जी व पार्टी के सभी कर्मठ कार्यकर्ताओं को बधाई।
— Amit Shah (@AmitShah) July 10, 2021
যদিও বিজেপির জয়কে কটাক্ষ করেছেন বিরোধীরা৷ সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস মতো দলগুলি বিজেপির বিরুদ্ধে ভোটে রিগিং ও সন্ত্রাসের অভিযোগ এনেছে৷ তাদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ভোটে জিতেছে বিজেপি৷ বসপা নেত্রী মায়াবতীর অভিযোগ, রাজ্যে জঙ্গলরাজ চলছে৷