ওয়েব ডেস্ক: মেডিক্যাল কলেজে(Medical College) হাজিরায় এবার আরও কড়াকড়ি কেন্দ্রের। ফাঁকিবাজি বন্ধ করতে চালু করা হচ্ছে বায়োমেট্রিক (Bio-Metric)। এবার থেকে শিক্ষক-চিকিৎসকদের বায়োমেট্রিক বাধ্যতামূলক।
প্রাথমিকভাবে অনুমান ফাঁকিবাজি রুখতেই দেশের সব মেডিক্যাল কলেজে বাধ্যতামূলক করা হচ্ছে বায়োমেট্রিক। পয়লা মে থেকে কার্যকর হবে এই নয়া বায়োমেট্রিক সিস্টেম।
আরও পড়ুন:কর্মসংস্থানের দিশা দেখাবে দিঘার জগন্নাথ মন্দির, দাবি মমতার
জানা যাচ্ছে, ১মে থেকে বায়োমেট্রিক দ্বারাই হবে আটেন্ডেন্স। যার জেরে বন্ধ হবে ফাঁকিবাজি। বায়োমেট্রিক শুধুমাত্র স্টুডেন্টেরদের জন্যই কার্যকর হবেনা। শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক সকলের জন্যই এই নয়া আইন কার্যকর হতে চলেছে।
নাশ্যানাল মেডিক্যাল কমিশনের পক্ষ থেকে এই নয়া আইন চালু হতে চলেছে। সরকারি বেসরকারি প্রত্যেকটি মেডিক্যাল কলেজে বাধ্যতামূলক করা হচ্ছে এইবিএস পদ্ধন্তি। উল্লেখ্য, অনেক সময়ই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা সময়ের আগে হাসপাতাল বা মেডিক্যাল কলেজ থেকে বেড়িয়ে যান। আর সেই সব বিষয়ে রাশ টানতে এবার কড়াকড়ি করতে চলেছে কেন্দ্র।
দেখুন অন্য খবর
শ