নয়াদিল্লি: বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের দিন এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর আগাম হুঁশিয়ারি। খলিস্তানি সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ করল দিল্লি। এবার ‘জঙ্গি’ গুরপতওয়ান্ত সিং পান্নুনের বিরুদ্ধে ইউএপিএ (UAPA) আইনে মামলা দায়ের করল এনআইয়ে। নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর সেই নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুনের বিরুদ্ধে এ বার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
২০১৯ সালে পান্নুনের সংগঠন ‘শিখ ফর জাস্টিস’কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ২০২০ সালে তাঁকে ‘জঙ্গি’ তকমা দেওয়া হয়। এবার পান্নুনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হল।