নয়া দিল্লি: রেকর্ড উত্থানের পর ফের ভারী পতন শেয়ার বাজারে (Share Market)। মঙ্গলবার ১৩ মে সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং দিনে বাজারভ খোলে পতন দিয়ে। সকাল সাড়ে নটায় সেনসেক্স সূচক ৭০০ পয়েন্ট কমে ৮১,৭২৮-এ এসে দাঁড়ায়। এরপর সেনসেক্স সূচকের পতন হতে থাকে। ৮৭০ পয়েন্টে এসে সেনসেক্স সূচক ভেঙে যায়। তারপর শুরু হয় রিকভারি।
এদিন সকাল ১০টা ১৬ নাগাদ সেনসেক্স সূচক খানিক রিকভারি করে। ৬২৪ পয়েন্ট পতনে এসে ৮১,৮০৫ পয়েন্টে এসে ট্রেড করতে থাকে সেনসেক্স। অপরদিকে, সকালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০-ও ২৪,৭৭১-এর স্তরে এসে ট্রেড করেছিল। ফের সাড়ে দশটার সময় ৮০০ পয়েন্টে নেমে আসে সেনসেক্স সূচক। পতন আরও বাড়তে থাকে।
আরও পড়ুন: অবসরের পর বিরাট মন্তব্য, কী বলছেন বিচারপতি সঞ্জীব খান্না
মঙ্গলবার সকালের ট্রেডে সবথেকে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে ইনফোসিসের শেয়ারে। এক ঝটকায় ২ শতাংশ কমেছে স্টকের দাম। এছাড়াও ইটারনাম ও জোমাটোতে এখনও শেয়ার পতন অব্যাহত।
প্রসঙ্গত, সোমবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির খবরে দেশের শেয়ার বাজারে দর উঠেছিল তড়তড়িয়ে। সেনসেক্স ২৯৭৫ পয়েন্টে লাফ দিয়েছিল। যার জেরে গত সাত মাসের রেকর্ড উচ্চতা ৮২,৪২৯-এর স্তরে বন্ধ হয়েছিল। আর নিফটি ৫০ সূচক ৯১৬.৭০ পয়েন্ট বেড়ে অর্থাৎ ৩.৮২ শতাংশ বেড়ে ২৪,৯২৪ পয়েন্টে ট্রেড করছিল।
দেখুন আরও খবর: