ওয়েব ডেস্ক: ৯ জুলাই বুধবার ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের (Trade Union Bharat Bandh) যৌথ সংগঠন। কেন্দ্রীয় সরকারের শ্রমিক-কৃষক নীতির বিরোধিতা দেশজুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে। এই বনধে সামিল হবেন ২৫ কোটির বেশির কর্মী। ব্যাঙ্ক, বিমা, ডাক বিভাগ, কয়লাখনি-সহ বিভিন্ন সেক্টর থেকে কর্মীরা বনধে অংশ নেবেন।
কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিলের লক্ষ্যেই দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শ্রমিকদের দাবি, গত ১০ বছর ধরে বার্ষিক শ্রম সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়েছে সরকার। কিন্তু বেড়েছে কাজের সময়, বেকারত্ব বেড়েছে, মূল্যবৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণ মূলক খাতে ব্যয় কমানো। ইউনিয়ন নেতারা জানিয়েছেন, বনধের প্রভাব পড়বে ব্যাঙ্কিং, ডাক পরিষেবা, কয়লা খনি, কারখানা, রাজ্য পরিবহণে।
আরও পড়ুন: চিন্নাস্বামী কাণ্ডে পুলিশকে চার্জশিট দিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের
ধর্মঘটে রাষ্ট্রায়ত্ত ও সমবায় ব্যাঙ্কগুলিতে পরিষেবা ব্যাহত হতে পারে। তবে খোলা থাকবে বিভিন্ন বেসরকারি ব্যাঙ্ক। ভারত বন্ধের প্রভাব পড়তে পারে পোস্ট অফিসগুলিতে। ব্যাহত হতে পারে ডাক পরিষেব। ধর্মঘট এবং রাস্তা অবরোধের কারণে বিভিন্ন রাজ্যে যানজট হতে পারে।
অন্য খবর দেখুন