বহরমপুর: রাজ্যে শিক্ষা ব্যবস্থায় ঘটতে চলেছে বড় বিপ্লব। এবার থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে আরবি। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুমোদনের পরে এই বিষয়ে বিবৃতি জারি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
আরও পড়ুন- কবরের জায়গার অভাবের জেরে হিন্দু ধর্ম গ্রহণ ১৮ মুসলিম পরিবারের
সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদহ এবং মুর্শিদাবাদের বহু মানুষ আরবি শিক্ষার দাবি করছিলেন। এই দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করছিল বেশ কয়েকটি সংগঠন। রাজ্যে আরবি শিক্ষা চালুর দাবিতে আওয়াজ তুলেছিলেন রাজ্যের সংখ্যালঘু নেতা কামরুজ্জামান। একই সুর শোনা গিয়েছিল আইএসএফ নেতা শেখ আবিদ হাসানের গলাতেও।
আরও পড়ুন- কৃষিকাজে গরুকে অন্যত্র নিয়ে যেতে লাগবে প্রশাসনের অনুমতি, নয়া আইনে বিজেপির
সেই দাবি পূর্ণতা পেয়েছে চলতি সপ্তাহের শুক্রবার। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে স্নাতকোত্তরে আরবি শক্ষা চালুর কথা। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে এই কোর্স। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ওই বিশ্ববিদ্যালয়ে পৃথক আরবি বিভাগ চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
এই মর্মে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপয়াচার্য সুজাতা বাগচি বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে যে চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু করতে হবে আরবি শিক্ষার কোর্স। আপাতত কেবল স্নাতকোত্তরেই পড়ানো হবে আরবি। সর্বোচ্চ ৮০ জন পড়ুয়া নিয়ে আরবি শিক্ষা শুরু করতে পারবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে।